সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষিত হল ২০২৪ সালের পদ্ম সম্মান। এবার পদ্মশ্রী পাচ্ছেন বাংলার প্রখ্যাত ভাস্কর সনাতন রুদ্র পাল ও মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধর। সারা ভারতের বহু গুণী মানুষদের সঙ্গে তাঁদেরও বেছে নেওয়া হয়েছে।
বাংলার ভাস্কর সনাতন রুদ্র পাল বহু দশক ধরেই খ্যাতির শীর্ষে থেকেছেন প্রতিমা নির্মাণ তথা অন্যান্য ভাস্কর্য নির্মাণের সঙ্গে যুক্ত থাকার সুবাদে। বিশেষত তাঁর তৈরি দুর্গা প্রতিমার খ্যাতি সারা পৃথিবীব্যাপী। প্রতি বছর ৩০টির বেশি মণ্ডপে শোভা পায় তাঁরই তৈরি প্রতিমা।
পুরুলিয়ার নেপালচন্দ্র সূত্রধর ২০২৩ সালের নভেম্বরে প্রয়াত হয়েছেন। তাঁকে মরণোত্তর সম্মান দেওয়া হবে। পাঁচ দশক ধরে ছৌ নাচের মুখোশ তৈরি করতেন এই খ্যাতনামা শিল্পী। আট বছর বয়সে মুখোশ শেখায় হাতেখড়ি হয় তাঁর। তিন পুরুষ ধরে তাঁরা মুখোশ নির্মাণের সঙ্গে যুক্ত থেকেছেন। কেবল মুখোশ নির্মাণই নয়, সেই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বহু ওয়ার্কশপে যোগ দিয়ে মুখোশ নির্মাণ শেখানোর কাজও নিরলস ভাবে করে গিয়েছেন দশকের পর দশক ধরে।
তবে পদ্মশ্রী তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম অসমের পার্বতী বডুয়া। ভারতের প্রথম মহিলা মাহুত হিসেবে এই সম্মান দেওয়া হল তাঁকে।
#PadmaAwards2024 | Parbati Baruah, India’s first female elephant mahout who started taming the wild tuskers at the age of 14 to overcome stereotypes, to receive Padma Shri in the field of Social Work (Animal Welfare). pic.twitter.com/Zt7YW3fNVe
— ANI (@ANI) January 25, 2024
আরও কারা কারা পেয়েছেন, দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা
পার্বতী বড়ুয়া – দেশের প্রথম মহিলা মাহুত
জাগেশ্বর যাদব – আদিবাসী উন্নয়ন কর্মী
চামি মুর্মু – আদিবাসী পরিবেশকর্মী
গুরবিন্দর সিং – দিব্যাঙ্গ সমাজকর্মী
সত্যনারায়ণ বেলেরি – ধান চাষি
সাংথানকিমা – সমাজকর্মী
হেমচাঁদ মাঝি – ট্রাডিশনাল মেডিসিনাল প্র্যাক্টিশনার
দুখু মাঝি – আদিবাসী পরিবেশকর্মী
কে চেল্লাম্মাল – অর্গানিক ফার্মার
ইয়ানুং জামো লেগো – হার্বাল মেডিসিন এক্সপার্ট
সোমান্না – আদিবাসী উন্নয়ন কর্মী
সর্বেশ্বর বসুমাত্রে – আদিবাসী কৃষক
প্রেমা ধনরাজ – প্লাস্টিক সার্জন ও সমাজকর্মী
উদয় বিশ্বনাথ দেশপাণ্ডে – আন্তর্জাতিক মাল্লখম্বা কোচ
ইয়াজদি মানেকশা ইটালিয়া – প্রখ্যাত
মাইক্রোবায়োলজিস্ট
শান্তিদেবী পাসওয়ান ও শিবন পাসওয়ান – বিশ্বখ্যাত গোড়না শিল্পী
রতন কাহার – ভাদু গানের শিল্পী
বালাকৃষ্ণাণ সদনাম পুথিয়া ভিতিল – প্রখ্যাত
কাল্লুভাজি কথাকলি শিল্পী
উমা মহেশ্বরী ডি – প্রথম মহিলা হরিকথা পারদর্শী
গোপীনাথ সায়েন – কৃষ্ণলীলা শিল্পী
স্মৃতিরেখা চাকমা – শাল বোনার শিল্পী
ওমপ্রকাশ শর্মা – থিয়েটার শিল্পী
নারায়ণন ইপি – প্রবীণ থেইয়াম লোকশিল্পী
ভাগবত প্রধান – শব্দ নৃত্য লোকনৃত্যের পারদর্শী
সনাতন রুদ্র পাল – ভাষ্কর্য শিল্পী
বদ্রাপ্পন এম – লোকনৃত্য শিল্পী
জর্ডন লেপচা – বাঁশের কারুকাজের শিল্পী
মাচিহান শাসা – লোংপি মৃৎশিল্পী
গদ্দাম সাম্মাইয়া – থিয়েটার শিল্পী
জানকীলাল – বহুরূপী
দসারি কোন্ডাপ্পা – বুরা বীণা বাদকদের তৃতীয় প্রজন্ম
বাবুরাম যাদব – পিতলের কারিগর
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.