Advertisement
Advertisement

Breaking News

বিজেপি সাংসদের পা ধুয়ে জল খেলেন কর্মী, নিন্দার ঝড় নেটদুনিয়ায়

দেখে নিন সেই ভিডিও।

Partyman Washes BJP Lawmaker Feet, Drinks The Water
Published by: Bishakha Pal
  • Posted:September 17, 2018 4:32 pm
  • Updated:September 17, 2018 4:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক ব্যক্তিত্বদের সবসময় মেপে পা ফেলতা হয়। নাহলে সমালোচনা। আর তার ফলে ভাবমূর্তি নষ্ট হয় দলের। এবার বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে সম্ভবত সেই গেরোতেই পড়তে চলেছেন। ঝাড়খণ্ডের গোড্ডায় তাঁর পা ধুয়ে জল খেলেন দলের এক কর্মী। আর এই ঘটনার জন্যই সোশাল সাইটে সমালোচনার শিকার হলেন নিশিকান্ত।

Advertisement

ইসরোর মুকুটে নয়া পালক, PSLV চেপে পাড়ি ব্রিটিশ স্যাটেলাইটের ]

ঘটনাটি ঘটে সোমবার। ঝাড়খণ্ডের গোড্ডায় একটি মিছিল ছিল। সেখানে যোগ দিতে গিয়েছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। মিছিল শেষে সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা দেন তিনি। বক্তব্যের শেষে, মঞ্চ থেকে নেমে আসার পর সাংসদের পা ধুয়ে দেন বিজেপি কর্মী পবন। পা ধুয়ে দেওয়া নতুন কিছু নয়। কিন্তু পা ধোয়া সেই নোংরা জল খেলেন ওই কর্মী। পবনের এমন ‘মহৎ কাজ’ স্বাভাবিকভাবেই প্রশংসা পেয়েছে বিস্তর। আশপাশ থেকে স্লোগান ওঠে, ‘পবন ভাই জিন্দাবাদ’। সোশাল সাইটে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ওই ঘটনার ভিডিও। তার পরেই শুরু হয় সমালোচনা।

সিবিএসই টপার গণধর্ষণে গ্রেপ্তার মূল অভিযুক্ত, অধরা বাকি দুই ]

নিশিকান্তের কানে এই সমালোচনার খবর পৌঁছাতে বেশি সময় লাগেনি। তিনি অবশ্য স্বাভাবিকভাবেই সাফাই গেয়েছেন। বলেছেন, তাঁর সমর্থকরা যে তাঁকে ভালবাসে, এটি তারই নিদর্শন। এটাই কেউ বুঝতে পারছে না। তাই সমালোচনা করছে। তাঁর সাফ কথা। কৃষ্ণও তো সুদামার পা ধুয়ে দিয়েছিলেন। তখন তো কেই কিছু বলেনি। বরং ওটাকে বড় ঘটনা হিসেবে দেখানো হয়েছিল। এটাও তো তেমনই একটি ঘটনা। তাঁর সমর্থক তাঁর পা ধুয়ে দিয়েছেন। এতে এত সমালোচনার কী আছে, তিনি বুঝে উঠতে পারছেন না।

[জন্মদিনে বারাণসীতে মোদি, শুভেচ্ছা জানালেন রাহুল-মমতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub