সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার ঘটনা হামেশাই ঘটে। অনেক ক্ষেত্রেই এর জন্য দায়ী করা হয় জীবিত দ্বিতীয় ব্যক্তিকে। এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ছত্তিশগড় হাই কোর্ট (Chhattisgarh High Court)। কোনও প্রেমিক যদি প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নেন, তবে সেই কারণ দেখিয়ে তাঁর প্রেমিকার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করা যাবে না। জানিয়ে দিল আদালত।
চলতি বছরের ২৩ জানুয়ারি ছত্তিশগড়ে এক যুবকের রহস্যমৃত্যু হয়। অভিযোগ ওঠে, যুবকের সঙ্গে সম্পর্ক ছিল এক তরুণীর। আচমকা ওই সম্পর্ক ভেঙে দেন তিনি। এর পরেই আত্মহত্যা করেন যুবক। অভিযুক্ত হন তরুণীর দুই ভাইও। পুলিশ যুবকের লেখা দু’পাতার একটি চিঠিও উদ্ধার করেছিল। সেখানে তিনি লিখে যান, তরুণী আট বছরের সম্পর্ক ভাঙায় এবং তাঁর দুই ভাই হুমকি দেওয়ায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।
এই মামলাতেই বিচারপতি পার্থপ্রতিম সাউয়ের একক বেঞ্চের পর্যবেক্ষণ, পরীক্ষায় খারাপ ফলের কারণে কোনও ছাত্র বা ছাত্রী আত্মহত্যা করলে সেই মামলা খারিজ হয়ে যায়। তার জন্য ওই ছাত্র বা ছাত্রীর শিক্ষকের বিরুদ্ধে মামলা করা যায় না।” এর পরেই আদালতের মন্তব্য করে, “প্রেমে ব্যর্থ হয়ে যদি কোনও প্রেমিক আত্মহত্যা করেন, তাঁর প্রেমিকার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা করা যায় না।” দুর্বল হৃদয়ের কারণে চরম সিদ্ধান্তের দায় অন্যের ঘাড়ে চাপানো যায় না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.