Advertisement
Advertisement

Breaking News

burnt body

বস্তা থেকে উদ্ধার মহিলার পোড়া দেহের টুকরো, কী উদ্দেশে খুন? বাড়ছে রহস্য

পরিচয় গোপন করার জন্য মুখ নষ্ট করে দেওয়া হয় বলেই ধারণা পুলিশের।

Partially burnt body parts of woman found in Mumbai | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Sulaya Singha
  • Posted:October 28, 2023 12:19 pm
  • Updated:October 28, 2023 12:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খানিক পুড়িয়ে দেহ টুকরো টুকরো করে ভরে ফেলা হয়েছিল বস্তায়। এক মহিলার সেই দেহাংশ উদ্ধার হতেই ছড়াল তীব্র চাঞ্চল্য। বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াডালা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে দেহের টুকরো বলে জানিয়েছে পুলিশ।

মুম্বইয়ের পোর্ট ট্রাস্টের কাছে স্থানীয়রাই সর্বপ্রথম ওই বস্তা পড়ে থাকতে দেখেন। তাঁরাই খবর দেন পুলিশকে। মহিলার পরিচয় এখনও জানা যায়নি। তবে তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, তাঁর বয়স তিরিশ বছরের কাছাকাছি। পরিচয় গোপন করার জন্যই মহিলার দেহ টুকরো করে মুখ নষ্ট করে দেওয়া হয় বলেই ধারণা পুলিশের। দেহাংশ উদ্ধার করে পারেলের হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। রিপোর্ট আসার পর অনেকটাই স্পষ্ট হবে যে কীভাবে ওই মহিলাকে খুন করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: পাঁচ সঙ্গী-সহ অবসরগ্রহণ ‘খুশি’র, ডগ স্কোয়াডের জন্য সারমেয় শাবক কিনবে কলকাতা পুলিশ]

পুলিশ আরও জানিয়েছে, যখন দেহ উদ্ধার করা হয়েছে, তখন তাতে পচন ধরতে শুরু করেছিল। তা থেকে অনুমান করা হচ্ছে যে অন্তত ৪৮ ঘণ্টা আগে এই মহিলাকে খুন করা হয়ে থাকতে পারে। তবে দীর্ঘক্ষণের চেষ্টাতেও তাঁর পরিচয় জানতে ব্যর্থ পুলিশ। যদিও তাদের আশা, মহিলার শরীরে থাকা পুড়ে যাওয়া পোশাকের অংশ, সোনার কানের দুল এবং আংটিই তাঁর পরিচয় জানতে সাহায্য করবে।

এক পুলিশ আধিকারিক জানাচ্ছেন, গয়নার ডিজাইন থেকে অনুমান করা হচ্ছে যে ওই মহিলা মধ্যবিত্ত মারাঠী পরিবারের। কিন্তু দেহ টুকরো করে কেটে আংশিক পুড়িয়ে দেওয়া হলেও গয়না খুলে নেওয়া হয়নি। এর থেকেই মনে করা হচ্ছে যে চুরির উদ্দেশে এই খুন নয়। বরং সম্পর্কের টানাপোড়েনের শিকার হয়েছেন মহিলা।

[আরও পড়ুন: ‘ধর্ষণ, লুঠ, ডাকাতিতে মুসলিমরাই এক নম্বর’, সংখ্যালঘু নেতার মন্তব্যে তুঙ্গে বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement