সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিযোগের কথা যেমন জানিয়েছিলেন, পরবর্তী প্রতিক্রিয়ার কথাও তেমনভাবেই ফেসবুকের মাধ্যমেই সবাইকে জানালেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়৷ সেই সঙ্গে হেনস্তার বিরুদ্ধে সমস্ত মেয়েদের এভাবেই রুখে দাঁড়ানোর আর্জি জানালেন রাষ্ট্রপতি কন্যা৷
শনিবার পার্থ মণ্ডল নামে জনৈক ব্যক্তি তাঁকে সোশ্যাল মিডিয়ায় হেনস্তা করেছেন বলে অভিযোগ জানান শর্মিষ্ঠা৷ ওই ব্যক্তির ছবি সহ যৌন ইঙ্গিতপূর্ণ মেসেজটি তিনি ফেসবুকের মাধ্যমে প্রকাশ্যে আনেন৷ মঙ্গলবার তিনি আবার ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানান, পার্থ মণ্ডলের বাবা তাঁর কাছে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন৷ জানিয়েছেন যে তাঁর ছেলের মানসিক চিকিৎসা চলছে৷
এই পরিপ্রেক্ষিতে তিনি মহিলাদের কাছে এভাবেই হেনস্তার বিরুদ্ধে রুখে দাঁড়ানের আর্জি জানিয়েছেন৷ হেনস্তাকারীদের মুখোশগুলিকে প্রকাশ্যে খুলে দেওয়ার কথা বলেছেন৷ আর পার্থ মণ্ডলের বাবাকে উপদেশ দিয়েছেন, যেন তাঁর ছেলেকে স্থানীয় থানায় আত্মসমর্পণ করার কথা বলেন৷ তবে অভিযুক্ত অসুস্থ না অন্য কিছু, তার নির্নয় করার ভার বিচারব্যবস্থার উপরেই ছেড়ে দিচ্ছেন তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.