Advertisement
Advertisement
Partha Chatterjee

পার্থর জামিন মামলা: রিপোর্ট কোথায়? ইডিকে ভর্ৎসনা শীর্ষ আদালতের, পিছিয়ে গেল শুনানি

বুধবার এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। ওইদিন কি জামিন পাবেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী?

Partha Chatterjee's bail plea: Supreme court postponds hearing today and slams ED

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:December 2, 2024 3:50 pm
  • Updated:December 2, 2024 5:13 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের বিশ বাঁও জলে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন। সোমবারও সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল মামলার শুনানি। সময়মতো ইডির রিপোর্ট জমা না পড়ায় ভর্ৎসনা করে বিচারপতিরা জানিয়ে দিলেন, আজ শুনানি সম্ভব নয়। রিপোর্ট পড়ে দেখতে সময় লাগবে। বুধবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি হবে বলে জানিয়েছেন দুই বিচারপতি।

সোমবার শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইঞার বেঞ্চে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি ছিল। এর আগে এই মামলায় একাধিক ব্যক্তি জামিন পেয়েছেন। সদ্য জামিন পেয়েছেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, বহিষ্কৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। আর এঁদের দৃষ্টান্ত তুলে ধরে পার্থর আইনজীবী মুকুল রোহতাগি প্রশ্ন তুলেছিলেন, তাঁদের মক্কেল কেন জামিন পাচ্ছেন না? কেন তাঁকে বিনা বিচারে এতদিন জেলবন্দি থাকতে হচ্ছে? আগের সোমবারের শুনানিতে এনিয়ে ইডির রিপোর্ট চাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে। সেদিন শুনানি পিছিয়ে গিয়েছিল।

Advertisement

ইডিকে এই সংক্রান্ত রিপোর্ট দেওয়ার সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইঞার বেঞ্চে প্রথম মামলাই ছিল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন। কিন্তু তার ঠিক আগেই রিপোর্ট জমা দেয় ইডি। তা দেখে বিচারপতিরা জানান, তাঁরা আগেই এই রিপোর্ট পাবেন বলে আশা করেছিলেন। এই রিপোর্ট পড়তে সময় লাগবে। আজই তার ভিত্তিতে শুনানি করা সম্ভব নয়। ইডি আইনজীবীর প্রতি ভর্ৎসনা করে তাঁদের মন্তব্য, একটা কর্মসংস্কৃতি থাকা দরকার। বুধবার এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। ওইদিন কি জামিন পাবেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement