Advertisement
Advertisement

ঢোঁক গিললেন পারিকর, সম্পূর্ণ ‘ক্যাশলেস’ হচ্ছে না গোয়া

জনমতের চাপেই কি বদলে গেল সিদ্ধান্ত?

Parrikar Claimed Goa Will Be India's First Cashless State, Now He Says It's Neither Possible Nor Desirable!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 25, 2016 5:04 pm
  • Updated:December 25, 2016 5:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর ভোলবদল৷ পুরোপুরি নয়, গোয়া হবে আংশিক ‘ক্যাশলেস’ বা নগদহীন রাজ্য, শনিবার জানালেন মনোহর পারিকর৷ অথচ, গত ২৭ নভেম্বর এক দলীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে গোয়াকে দেশের প্রথম ক্যাশলেস রাজ্য হিসাবে গড়ে তোলার আশ্বাস দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷

কিন্তু গতকাল, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “পুরোপুরি ক্যাশলেস হওয়া সম্ভব নয়৷ কেন্দ্র তা চায়ও না৷ কেন্দ্র চায় নগদে লেনদেন যতটা সম্ভব কমিয়ে আনতে৷” প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, নোট বাতিলের আগে গোয়ায় মাত্র ১৫-২০ শতাংশ লেনদেন কার্ড মারফত হত৷ কিন্তু ৮ নভেম্বরের পর কার্ডে লেনদেন বেড়ে প্রায় ৫০ শতাংশ হয়েছে৷

Advertisement

২৭ নভেম্বর, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী পারিকর আশ্বাস দেন, উপকূলবর্তী ওই রাজ্যই হবে দেশের প্রথম ক্যাশলেস রাজ্য৷ ব্যবসায়ীদের প্লাস্টিক মানি ব্যবহার করা বাধ্যতামূলক করতে রাজ্যের আয়কর দফতর একটি সার্কুলার জারিও করে৷ কিন্তু স্থানীয় ব্যবসায়ীদের তীব্র অসন্তোষের মুখে পড়ে সেই সার্কুলার, এমনকী, রাজ্য বিজেপিও ওই বিতর্কিত সার্কুলারের বিরোধিতা করে৷ রাজনৈতিক মহলের মতে, রাজ্যজুড়ে তীব্র অসন্তোষের আঁচ পেয়েই পিছু হঠলেন পারিকর৷

প্রতিরক্ষামন্ত্রী এখন বলছেন, “ওই সার্কুলার বাধ্যতামূলক করা হয়নি৷ লেস ক্যাশ সোসাইটি গড়ে তুলতে উৎসাহ দেওয়া হয়েছে মাত্র৷ নগদে নয়, বরং কার্ডে লেনদেনে উৎসাহ দেওয়া হয়েছে৷” ইতিমধ্যেই প্রায় ২৬ হাজার মানুষ বিভিন্ন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে লেনদেন করছেন বলে জানিয়েছেন পারিকর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement