সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন তথ্যপ্রযুক্তি আইন নিয়ে কেন্দ্র-টুইটার বিবাদে নয়া মোড়। এবার টুইটার কর্তৃপক্ষকে তলব করল সংসদের স্ট্যান্ডিং কমিটি (Parliamentary Standing Committee) । আগামী ১৮ জুন তাদের কমিটির সদস্যদের সামনে হাজির হতে বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নাগরিকদের সুরক্ষা এবং এই মাধ্যমের অপব্যবহার রুখতে টুইটার (Twitter) কী পদক্ষেপ করছে, তা কমিটিকে জানাতে হবে বলে খবর। মঙ্গলবার তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির তরফে এমনটাই জানানো হয়েছে।
উল্লেখ্য, ইতিপূর্বে একাধিক ইস্যুতে এই মাইক্রো ব্লগিং সাইটের আধিকারিকদের তলব করেছিল সংসদীয় কমিটি। সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষের তরফে জমা পড়েছিল রিপোর্ট। তবে তা নিয়ে জল বেশিদূর গড়ায়নি। কিন্তু নয়া তথ্যপ্রযুক্তি আইন (New IT Rules) কার্যকর করা নিয়ে কেন্দ্রের সঙ্গে টুইটারের টানাপোড়েন থামছেই না। কেন্দ্রীয় মন্ত্রকের তরফে চূড়ান্ত নোটিসও পাঠানো হয়েছিল।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, কেন টুইটার নয়া আইনের বিরোধিতা করছে, কেন নতুন আইন তারা কার্যকর করছে না, ওইদিন এ সমস্ত প্রশ্নের উত্তর জানতে চাওয়া হতে পারে। ১৮ তারিখ বিকেল ৪টের মধ্যে সংসদ ভবনে সংশ্লিষ্ট সংস্থার আধিকারিকদের উপস্থিত হতে বলা হয়েছে। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় নাগরিকদের সুরক্ষা বিশেষ করে মহিলাদের নিরাপত্তায় কী পদক্ষেপ করছে টুইটার কর্তৃপক্ষ, এই মাধ্যমের অপব্যবহার রুখতে টুইটার কী পদক্ষেপ করছে, তাও জানতে চাওয়া হতে পারে। কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন স্ট্যান্ডিং কমিটির সামনে তারা হাজিরা দেন কি না, সেটাই এখন দেখার।
Parliamentary Standing Committee on Information & Technology asks Twitter to appear before them in Parliament Complex on June 18 on safeguarding citizens’ rights & prevention of misuse of social/online news media platforms incl special emphasis on women security in digital space’
— ANI (@ANI) June 15, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.