Advertisement
Advertisement

Breaking News

Criminal laws

নতুন তিন ফৌজদারি আইনের নাম হবে হিন্দিতেই, বিরোধীদের আপত্তি ওড়াল সংসদীয় কমিটি

আইনের নাম হিন্দিতে রাখা অসাংবিধানিক, দাবি ছিল বিরোধীদের।

Parliamentary panel has held that the Hindi names given to the three proposed criminal laws is not unconstitutional | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 21, 2023 2:39 pm
  • Updated:November 21, 2023 2:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের আনা নতুন তিন ফৌজদারি আইনের ক্ষেত্রে ইংরাজির বদলে হিন্দি নাম ব্যবহার করলেও আপত্তি নেই। ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য আইনের নামে ছাড়পত্র দিয়ে দিল স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি। বিজেপি সাংসদ ব্রিজলালের (Brjlal) নেতৃত্বাধীন সংসদীয় কমিটি জানিয়ে দিল, স্বরাষ্ট্রমন্ত্রক যে নতুন তিন আইন তৈরি করেছে সেই তিন আইনের নাম হিন্দিতে হলেও সেটা লেখা হবে ইংরাজি হরফে। তাই এই নামগুলি অসাংবিধানিক নয়।

ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধির ১২৪(ক) ধারা বদলে ফেলার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। ইন্ডিয়ান পেনাল কোড, কোড অফ ক্রিমিন্যাল প্রসিডিউর বা সিআরপিসি, এবং ভারতীয় সাক্ষ্য আইন বা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এই তিন আইনের বদলের প্রস্তাব দিয়ে লোকসভায় (Lok Sabha) বিল পেশ হয়েছে। ১৮৬০ সালের ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধি এবার হতে চলেছে ভারতীয় ন্যায় সংহিতা। সিআরপিসি (CrPC) বদলে গিয়ে হবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। এবং এভিডেন্স অ্যাক্ট বদলে হবে ভারতীয় সাক্ষ্য আইন।

Advertisement

[আরও পড়ুন: দেশে মুসলমান মেরে গাজা নিয়ে মুসলিম নেতাদের সঙ্গে ‘কুম্ভীরাশ্রু’, কী বিচিত্র এই চিন!]

কেন্দ্র এই আইনগুলির যে হিন্দি নাম দিতে চলেছে, সেটা নিয়ে আপত্তি জানিয়েছিল বিরোধীরা। কংগ্রেস এবং ডিএমকে একযোগে প্রশ্ন তুলেছিল, সংবিধানের ৩৪৮ ধারায় বলা আছে আদালতের কাজে বা আইনের ক্ষেত্রে ভাষা হিসাবে ইংরাজি ব্যবহার করতে হবে। তাহলে এই নতুন আইনগুলিতে হিন্দি নাম ব্যবহার করা হচ্ছে কেন?

[আরও পড়ুন: হতে চলেছে যুদ্ধবিরতি! হামাস প্রধানের দাবিতে পণবন্দিদের মুক্তির আভাস]

এ নিয়ে স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিতেও প্রশ্ন তোলে বিরোধীরা। যদিও শেষপর্যন্ত ওই সংসদীয় কমিটি তিনটি আইনেই ছাড়পত্র দিয়ে দিল। বিজেপি (BJP) সাংসদ ব্রিজলালের নেতৃত্বাধীন ওই কমিটি জানিয়েছে, এই তিনটি আইনের হিন্দি নাম ব্যবহারে কোনও বাধা নেই। সংবিধানের ৩৪৮ ধারায় আইনের ক্ষেত্রে ইংরাজি ভাষা ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে ঠিকই। কিন্তু এক্ষেত্রেও যেহেতু আইনগুলির নাম ইংরাজি হরফেই লেখা হবে, তাই নামে আপত্তির কোনও জায়গা নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement