Advertisement
Advertisement
Parliament Security Breach

সংসদে হানার নেপথ্যে গভীর ষড়যন্ত্র! আটক কর্নাটকের পুলিশকর্তার ছেলে, নজরে উত্তরপ্রদেশের যুবকও

এ পর্যন্ত সংসদ হানায় গ্রেপ্তার হয়েছেন ৬ জন।

Parliament Security Breach: Bengaluru techie, Karnataka ex-top cop’s son, detained by Delhi Police | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:December 21, 2023 11:44 am
  • Updated:December 21, 2023 12:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত দিন যাচ্ছে সংসদে হানার নেপথ্যে ততই যেন গভীর ষড়যন্ত্রের আভাস মিলছে। গত সপ্তাহে লোকসভার গ্যাস কাণ্ডে এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ছ’জন। এবার আরও দুজনকে আটক করল দিল্লি পুলিশ (Delhi Police)। এদের মধ্যে আবার একজন কর্নাটকের এক শীর্ষস্থানীয় পুলিশ আধিকারিকের ছেলে। তদন্তকারীদের ধারণা, আটক হওয়া এই দুই যুবকও ওই হামলার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।
বুধবার রাতে কর্নাটকের (Karnataka) বাগালকোট থেকে সাই কৃষ্ণ নামের এক যুবককে আটক করেছে দিল্লি পুলিশ। এই সাই কৃষ্ণ বাগালকোটেরই ডিএসপির ছেলে। পুলিশ সূত্রের খবর, সংসদে হামলাকারী মনোরঞ্জন ডি’র ঘনিষ্ঠ বন্ধু সাই। তাঁরা একসঙ্গে বেঙ্গালুরু ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করেছেন। ইদানিং তিনি এক তথ্য প্রযুক্তি সংস্থার হয়ে ওয়ার্ক ফ্রম হোম করছিলেন। বাড়িতে বসেই মনোরঞ্জনদের সাহায্য করার অভিযোগ রয়েছে ওই যুবকের বিরুদ্ধে। দিল্লি পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।

[আরও পড়ুন: সংসদে হামলার প্রতিবাদ করায় নয়, অন্য কারণে সাসপেন্ড বিরোধী সাংসদরা, সাফাই বিড়লার]

এ তো গেল কর্নাটকের পুলিশ কর্তার ছেলে, সংসদ হামলা কাণ্ডে উত্তরপ্রদেশের এক যুবককেও আটক করেছে দিল্লি পুলিশ। অতুল কুলশ্রেষ্ঠ নামের ওই যুবককে উত্তরপ্রদেশের জালায়ুন থেকে গ্রেপ্তার করা হয়েছে। ওই যুবক মূল অভিযুক্তদের সঙ্গে নিয়মিত চ্যাটে যোগাযোগ রাখতেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ। তবে তাঁর কোনও অতীত অপরাধের রেকর্ড নেই। এমনকী কোনও রাজনৈতিক যোগও নেই। তবে তিনি শহিদ ভগৎ সিংয়ের চিন্তাভাবনা থেকে অনুপ্রাণিত।

Advertisement

[আরও পড়ুন: ভাঁড়ে মা ভবানী, এবার দেশের নামে চাঁদা চাইবে কংগ্রেস]

এই দুজনকেই আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এদের কাছ থেকে আরও তথ্য বের করার চেষ্টা করা হচ্ছে। দরকার এদের হেফাজতে নেওয়া হতে পারে বলেও খবর।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement