স্টাফ রিপোর্টার: এবার কর্মরত মহিলাদের মাতৃত্বকালীন ছুটি ১২ সপ্তাহ থেকে বেড়ে ২৬ সপ্তাহ হচ্ছে৷ ৬ মাসের এই ছুটি হবে সবেতন৷ তবে দুইয়ের বেশি সন্তানের ক্ষেত্রে এই ছুটি মিলবে ১২ সপ্তাহই৷ বৃহস্পতিবার লোকসভায় পাস হল মেটারনিটি বেনিফিট (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৭৷ অপেক্ষা রাষ্ট্রপতির অনুমোদনের৷ এই বিল পাস হওয়ার আগে বিরোধী দলগুলি পিতৃত্বকালীন ছুটি ও অসংগঠিত ক্ষেত্রের মহিলাদের জন্য মাতৃত্বকালীন ছুটি নিয়ে সরব হয়৷ দাবি করে, এই ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি মহিলাদের সুবিধে অনুযায়ী পাওয়া উচিত৷ গতবছর আগস্ট মাসে রাজ্যসভায় এই বিল পাস হয়েছিল৷
Parliament passes #Maternity Benefit (Amendment) Bill, 2016 with #LokSabha approving it today.
— Lok Sabha TV (@loksabhatv) March 9, 2017
বৃহস্পতিবার লোকসভায় বহু প্রতীক্ষিত এই বিলটি নিয়ে আলোচনার সময়ই পিতৃত্বকালীন ছুটির দাবি নিয়ে ঝড় ওঠে৷ রাজ্যসভাতেও এই বিলটি পাসের আগে একই দাবি উঠেছিল৷ তাৎপর্যপূর্ণভাবে এদিন প্রায় সব মহিলা সাংসদই এই দাবি করেছেন৷ কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব প্রশ্ন তোলেন, যখন পুরুষদের ক্ষেত্রে শিশু দত্তক নেওয়ার সুযোগ রয়েছে, তা হলে পুরুষদের পিতৃত্বকালীন ছুটির সুযোগ থেকে বঞ্চিত রাখা হবে কেন?
#LokSabha में प्रसूति प्रसुविधा विधेयक, 2016 पर हो रही चर्चा में अभी बोल रही हैं कांग्रेस की असम से सांसद @sushmitadevmp pic.twitter.com/QFTexYqUq4
— Lok Sabha TV (@loksabhatv) March 9, 2017
দেশের অসংগঠিত ক্ষেত্রের মহিলাদের জন্যও তাঁরা সরব হন৷ কারণ এই বিল পাস হওয়ার পর আদতে প্রায় দু’ লক্ষ মহিলা উপকৃত হবেন৷ ৯০ শতাংশ মহিলা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন৷ তাঁদের জন্যও কেন্দ্রের ভাবনাচিন্তা করা উচিত বলে রাজনৈতিক মহলের দাবি৷ এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষদস্তিদার দাবি করেন, ‘ডোমেস্টিক হেল্প’, কৃষি ও খনি শ্রমিকদেরও এই বিলের আওতায় আনা উচিত৷
West Bengal has started ‘maternal and child hub’, maternal death rates have come down the state: Kakoli Dastidar, AITC pic.twitter.com/qFXYr1gYqC
— Lok Sabha TV (@loksabhatv) March 9, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.