Advertisement
Advertisement

Breaking News

মাতৃত্বকালীন ছুটি ১২ থেকে বেড়ে ২৬ সপ্তাহ, লোকসভায় পাস বিল

দাবি উঠেছে পিতৃত্বকালীন ছুটিরও

Parliament passes bill to raise maternity leave to 26 weeks
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 10, 2017 3:03 am
  • Updated:March 10, 2017 3:14 am  

স্টাফ রিপোর্টার: এবার কর্মরত মহিলাদের মাতৃত্বকালীন ছুটি ১২ সপ্তাহ থেকে বেড়ে ২৬ সপ্তাহ হচ্ছে৷ ৬ মাসের এই ছুটি হবে সবেতন৷ তবে দুইয়ের বেশি সন্তানের ক্ষেত্রে এই ছুটি মিলবে ১২ সপ্তাহই৷ বৃহস্পতিবার লোকসভায় পাস হল মেটারনিটি বেনিফিট (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৭৷ অপেক্ষা রাষ্ট্রপতির অনুমোদনের৷ এই বিল পাস হওয়ার আগে বিরোধী দলগুলি পিতৃত্বকালীন ছুটি ও অসংগঠিত ক্ষেত্রের মহিলাদের জন্য মাতৃত্বকালীন ছুটি নিয়ে সরব হয়৷ দাবি করে, এই ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি মহিলাদের সুবিধে অনুযায়ী পাওয়া উচিত৷ গতবছর আগস্ট মাসে রাজ্যসভায় এই বিল পাস হয়েছিল৷

বৃহস্পতিবার লোকসভায় বহু প্রতীক্ষিত এই বিলটি নিয়ে আলোচনার সময়ই পিতৃত্বকালীন ছুটির দাবি নিয়ে ঝড় ওঠে৷ রাজ্যসভাতেও এই বিলটি পাসের আগে একই দাবি উঠেছিল৷ তাৎপর্যপূর্ণভাবে এদিন প্রায় সব মহিলা সাংসদই এই দাবি করেছেন৷ কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব প্রশ্ন তোলেন, যখন পুরুষদের ক্ষেত্রে শিশু দত্তক নেওয়ার সুযোগ রয়েছে, তা হলে পুরুষদের পিতৃত্বকালীন ছুটির সুযোগ থেকে বঞ্চিত রাখা হবে কেন?

দেশের অসংগঠিত ক্ষেত্রের মহিলাদের জন্যও তাঁরা সরব হন৷ কারণ এই বিল পাস হওয়ার পর আদতে প্রায় দু’ লক্ষ মহিলা উপকৃত হবেন৷ ৯০ শতাংশ মহিলা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন৷ তাঁদের জন্যও কেন্দ্রের ভাবনাচিন্তা করা উচিত বলে রাজনৈতিক মহলের দাবি৷ এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষদস্তিদার দাবি করেন, ‘ডোমেস্টিক হেল্প’, কৃষি ও খনি শ্রমিকদেরও এই বিলের আওতায় আনা উচিত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement