সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুরপথে আদানিদের থেকে সুবিধা পেয়েছেন সেবির চেয়ারপার্সন মাধবী পুরী বুচ। এই অভিযোগ আগেই ছিল। সঙ্গে যুক্ত হয়েছে স্বার্থের সংঘাতের অভিযোগ। জোড়া অভিযোগের প্রেক্ষিতে এবার মাধবী পুরী বুচকে তলব করতে চলেছে সংসদীয় কমিটি। সূত্রের খবর, পিএসির তরফে তলব করা হতে পারে মাধবীকে।
কংগ্রেসের অভিযোগ, সেবির চেয়ারপার্সন থাকাকালীনও আদানিদের শেল কোম্পানিতে অংশীদারিত্ব ছিল মাধবীর। তাঁর স্বামীরও অংশিদারিত্ব ছিল আদানিদের শেল কোম্পানিতে। এখানেই শেষ নয়, ১৭ থেকে ২১ সাল পর্যন্ত সেবির স্থায়ী সদস্য হওয়া সত্বেও আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে চার বছরে ১৬ কোটির টাকার বেশি বেতন গ্রহণ করেছেন মাধবী পুরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে নিয়োগের সময় পুরো বিষয়টি সম্পর্কে অবহিত ছিলেন বলেও অভিযোগ কংগ্রেসের।
সম্প্রতি হিন্ডেনবার্গ রিপোর্টে আদানিদের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ আনা হলেও সেবি আদানিদের ক্লিনচিট দেয়। সেই ক্লিনচিটের সিদ্ধান্তের নেপথ্যেও সেবি চেয়ারপার্সনের স্বার্থ জড়িয়ে বলে মনে করছে হাত শিবির। সব মিলিয়ে সেবির চেয়ারপার্সনের বিরুদ্ধে একাধিক অভিযোগ। সেই সব অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্যই মাধবী বুচকে তলব করতে চলেছে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি।
এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি সরকারের তৈরি বিভিন্ন কমিটির কাজকর্মের উপর নজরদারি চালায়। এই পিএসির শীর্ষপদে এই মুহূর্তে রয়েছেন কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল। সূত্রের খবর, সেবি প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত শুরু করেছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। আগামী ১০ সেপ্টেম্বর কমিটির পরবর্তী বৈঠক। তবে সেই বৈঠকে মাধবীকে নাও ডাকা হতে পারে। পরবর্তীকালে তাঁকে তলব করতে পারে পিএসি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.