Advertisement
Advertisement
Rahul Gandhi

লুটিয়েন্স দিল্লিতে নতুন বাংলো পাচ্ছেন রাহুল গান্ধী! ঘুরে দেখলেন প্রিয়াঙ্কা

'মোদি পদবি' মামলায় সাংসদ পদ খোয়ানোর পর দিল্লির বাংলো ছাড়তে হয় রাহুল গান্ধীকে।

Parliament House Committee has offered Rahul Gandhi Bungalow No 5

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:July 26, 2024 5:04 pm
  • Updated:July 26, 2024 5:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীর জন্য নয়া বাংলো বরাদ্দ করল সংসদের হাউস কমিটি! লোকসভার বিরোধী দলনেতার জন্য লুটিয়েন্স দিল্লির সুনেহরি বাগ রোডের ৫ নম্বর বাংলোটি বরাদ্দ হয়েছে বলে সূত্রের খবর। ‘মোদি পদবি’ মামলায় সাংসদ পদ খোয়ানোর পর দিল্লির বাংলো ছাড়তে হয় তাঁকে। তারপর থেকেই মা সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাড়িতে থাকেন রাহুল (Rahul Gandhi)।

২০০৪ সালে নির্বাচিত হওয়ার পর থেকেই ১২ নং তুঘলক রোডের ওই বাংলোতে থাকতেন কংগ্রেস সাংসদ। প্রায় ১৮ বছর ওই বাড়িটিতে কাঠিয়েছেন প্রাক্তন কংগ্রেস (Congress) সভাপতি। সাংসদ পদ খোয়ানোর মাসখানেকের মধ্যেই সেই বাড়ি ছাড়তে হয় ওয়ানড়ের সাংসদকে। সেসময় হাসিমুখেই বাংলো ছাড়েন রাহুল।

Advertisement

[আরও পড়ুন: খনিজ সম্পদে রয়্যালটি রাজ্যেরও, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের]

সাংসদ পদ ফিরে পাওয়ার পর রাহুলকে পুরনো বাড়ি ফেরানোর প্রস্তাব দেয় সংসদের হাউসিং কমিটি। কিন্তু পুরনো বাংলোয় আর ফিরবেন না বলে জানিয়ে দেন রাহুল। এবার বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত হওয়ায় রাহুলকে নতুন বাংলো দেওয়া হচ্ছে। সূত্রের খবর, অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীদের মতো এবার রাহুল গান্ধীও টাইপ ৮ বাংলো পাবেন।

[আরও পড়ুন: সাদ্দামের পর জামাল, এবার সোনারপুরের ত্রাসের বাড়িতেও ‘গুপ্তঘরের’ হদিশ!]

সংসদের হাউসিং কমিটি রাহুলের জন্য লুটিয়েন্স দিল্লির সুনেহরি বাগ রোডের ৫ নম্বর বাংলোটি বরাদ্দ করেছে বলে জল্পনা। শুক্রবার দুপুরে প্রিয়াঙ্কা গান্ধী ওই বাংলোটি দেখতে গিয়েছিলেন। তাতেই ওই জল্পনা আরও গতি পেয়েছে। যদিও কংগ্রেস নেতা এখনও সরকারিভাবে ওই বাংলোটি নেওয়ার ব্যাপারে কিছু জানাননি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement