সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৩ বছরের খরা কাটিয়ে ফের বিশ্বজয়ী হয়েছে ভারত। শনিবার টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দলকে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে একাধিক রাজনৈতিক নেতা। এবার সংসদে অধিবেশন শুরুর আগে ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন শাসক-বিরোধী সকলেই। উল্লেখ্য, মোদি সরকারের আমলে এই প্রথমবার কোনও আইসিসি ট্রফি জিতেছে ভারত।
নিট বিতর্কে সোমবার সংসদের দুই কক্ষই উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কার্যপ্রণালী শুরুর আগেই লোকসভা (Lok Sabha) এবং রাজ্যসভায় ভারতীয় দলকে শুভেচ্ছা জানানো হয়। লোকসভার স্পিকার ওম বিড়লা বিশেষভাবে শুভেচ্ছা জানান বিশ্বকাপজয়ী (ICC T20 World Cup 2024) অধিনায়ক রোহিত শর্মা এবং গোটা ভারতীয় দলকে। তিনি বলেন, মেন ইন ব্লুকে নিয়ে গর্বিত গোটা দেশ। শাসক-বিরোধী নির্বিশেষে লোকসভার সকল সদস্য টেবিল চাপড়ে স্পিকারের মন্তব্যে সমর্থন করেন।
#WATCH | Lok Sabha Speaker Om Birla and the House congratulates Cricket Skipper Rohit Sharma and the entire Team India on winning #T20WorldCup2024 pic.twitter.com/MOI144KSxh
— ANI (@ANI) July 1, 2024
একই ছবি ধরা পড়ে রাজ্যসভাতেও (Rajya Sabha)। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় বলেন, এমন ঐতিহাসিক সাফল্য আমাদের দেশের প্রত্যেক নাগরিককে উৎসাহ দেয় যেন তাঁরাও এমন বড় স্বপ্ন দেখতে পারেন। পরিশ্রম করে এমন সাফল্য অর্জন করতে পারেন। সেই সঙ্গে বিশ্বজয়ী দলকে তাঁর বার্তা, “আরও নতুন উচ্চতায় পৌঁছে যাক ভারতীয় দল, দেশের জন্য আরও সম্মান অর্জন করুক। সেই সঙ্গে আমাদের অমৃতকালে দেশকে আরও উন্নতি করতে অনুপ্রেরণা জোগাক।” টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকাকেও শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.