Advertisement
Advertisement

Breaking News

Kota

উচ্চাশার চাপ! মা-বাবার সঙ্গে দেখা হওয়ার পরেই আত্মঘাতী কোটার হস্টেলের ছাত্র

IIT JEE পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন যুবক।

Parents Visit IIT Aspirant Son In Rajasthan's Kota Who Dies | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:June 13, 2023 8:00 pm
  • Updated:June 13, 2023 8:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা-মায়ের উচ্চাশার চাপ সামলাতে না পেরেই কি চরম সিদ্ধান্ত? কোটায় (Kota) ফের আত্মঘাতী ছাত্র। ১৭ বছরের ওই যুবক আইআইটি জি (IIT JEE) পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সম্প্রতি হস্টলে বাবা-মা দেখা করতে আসেন। তাঁরা হস্টেল ছাড়তেই আত্মঘাতী হন যুবক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের (Maharashtra) বাসিন্দা ওই যুবক। মাস দু’য়েক আগে কোটার একটি কোচিং সেন্টারে ভরতি হন আইআইটি জি পরীক্ষার প্রস্তুতির জন্য। ঘটনার দিন মা-বাবা হস্টেলে আসেন ছেলের সঙ্গে দেখা করতে। জলখাবার খাওয়ার পর তাঁরা হস্টেল ছাড়তেই আত্মঘাতী হন যুবক। আশঙ্কাজনক অবস্থায় ১৭ বছরের যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে তাঁর। ঠিক কী কারণে যুবক আত্মঘাতী হল তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: ‘বৈধ নয়’, রাজ্যপাল নিযুক্ত উপাচার্যদের বেতন ও ভাতা বন্ধের নির্দেশ রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের]

কোটাতে ছাত্রছাত্রীর আত্মহত্যার ঘটনা এই প্রথম নয়। এর আগেও দেখা গিয়েছে। একের পর এক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, আর সেই সঙ্গেই কোটাতে পাল্লা দিয়ে বেড়েছে আত্মহত্যার ঘটনা। কারণ একটাই, প্রতিযোগিতামূলক কঠিন পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়া। কোটার কোচিং সেন্টারগুলির কথা মাথায় রেখে বিশেষ আইন আনার কথা ভাবছে রাজস্থান সরকার। পাশাপাশি কোচিং সেন্টারে ভরতি হওয়ার আগেই একটি প্রবেশিকা পরীক্ষার কথাও ভাবা হচ্ছে। ওই পরীক্ষায় পরখ করা হবে, নির্দিষ্ট ছাত্রটি আদৌ পরবর্তী কঠিন পরীক্ষার জন্য তৈরি কিনা।

[আরও পড়ুন: চাকরি, ভাতা-সহ একাধিক দাবি, জেলাশাসকের দপ্তরে অনশনের সিদ্ধান্ত ডোম সমাজ বিকাশ পরিষদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement