ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৪০ হাজার টাকায় কিশোরী কন্যাকে বিক্রি করে দিলেন বাবা-মা। অ্যাডভান্স টাকার বিনিময়েই কিশোরী মেয়েকে নিয়ে বিয়ের পিঁড়িতেও বসে পড়লেন এক ব্যক্তি। জানতে পেরে ওই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। শিশু পাচারের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রাজধানী ভোপাল (Bhopal) সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে, জনজাতি পরিবারের ১২ বছর বয়সি মেয়েকে ৪০ হাজার টাকায় বিক্রি করে দেন তার বাবা-মা। তাঁদের শর্ত দেওয়া হয়, ২৭ বছর বয়সি এক ব্যক্তির সঙ্গে মেয়ের বিয়ে দিতে হবে। তাহলেই হাতে আসবে ৪০ হাজার টাকা। এই প্রস্তাবে পত্রপাঠ রাজি হয়ে যান কিশোরীর পরিবার। কিশোরীর আপত্তি সত্ত্বেও বিয়ের তোড়জোড় শুরু করা হয়। অ্যাডভান্স হিসাবে তাঁদের ২০ হাজার টাকাও দিয়ে দেওয়া হয়।
সোমবার থেকেই ওই কিশোরীর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়। তখনই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ভোপালের এসপি কিরণলতা কেরকেট্টা বলেন, “হলদির অনুষ্ঠানের খবর পেয়েই আমরা বিয়ের আসরে পৌঁছে যাই। পাত্রীর বয়সের কথা জানতে পেরেই অনুষ্ঠান থামিয়ে দেওয়া হয়। ওই কিশোরী জানায়, টাকার বিনিময়ে তাকে বিয়ে করতে বাধ্য করা হয়েছে।”
আরও জানা গিয়েছে, বিয়ে শেষ হলে তবেই বকেয়া ২০ হাজার টাকা কিশোরীর পরিবারের হাতে তুলে দেওয়ার কথা ছিল। ইতিমধ্যেই এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মধ্যে রয়েছে ওই কিশোরীর বাবা-মা। এছাড়াও ২৭ বছর বয়সি পাত্র ও তার বাবা-মাকে গ্রেপ্তার করা হয়েছে। বাল্য বিবাহ, নারী পাচারের মতো একাধিক অভিযোগ দায়ের হয়েছে তাঁদের বিরুদ্ধে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.