সংবাদ প্রতিদিন ডিজিটাল জেস্ক: ২৫ বছরের মেয়ের শেষ কথাগুলো এখনও কানে বাজছে বাবার৷ ‘বাবা তুমি এগিয়ে যাও৷ ভিড় একটু কমলেই আমি আসছি৷’ কথা রাখেনি মেয়েটা৷ রাখতে পারেনি৷ একটা গুজব শেষ করে দিয়েছে সমস্ত কিছু৷ আর কোনওদিনই ফিরবে না কিশোর ভারপের আদরের শ্রদ্ধা৷ এলফিনস্টোন স্টেশনের দুর্ঘটনা কেড়ে নিয়েছে তাঁর প্রাণ৷
[‘সাধারণ সুবিধাটুকু দিতে পারে না সরকার, আবার বুলেট ট্রেনের স্বপ্ন দেখে’]
লেবার ওয়েলফেয়ার বোর্ডে কাজ করতেন কিশোর ও তাঁর মেয়ে শ্রদ্ধা৷ রোজই ওই রাস্তা দিয়ে একসঙ্গেই অফিসে যেতেন দু’জনে৷ ফিরতেনও একসঙ্গে৷ শুক্রবার ১০টা নাগাদ পারলে স্টেশনে নামেন কিশোর-শ্রদ্ধা৷ ওভারব্রিজের উপরে যেতেই বৃষ্টি নামল৷ পিল পিল করে মানুষ এসে উঠতে লাগল ব্রিজে৷ মানুষের ধাক্কায় অনেকটা এগিয়ে গিয়েছিলেন কিশোর৷ পিছনে তাকাতেই মেয়ের শব্দ ভেসে এল, ‘বাবা তুমি এগিয়ে যাও৷ ভিড় একটু কমলেই আমি আসছি৷’ কেন যে এগিয়ে এসেছিলেন? কে ই এম হাসপাতালের লাশঘরের সামনে বসে নিজেকেই বারবার প্রশ্ন করছিলেন কিশোর৷ মেয়ে আর তাঁর ফেরেনি৷ ফিরেছে তাঁর নিথর দেহ৷
[ফ্লেক্সি ফেয়ার টিকিটিং সিস্টেম পর্যালোচনার সিদ্ধান্ত রেলের]
সরকারি মতে, পদপিষ্ট হয়ে যে ২২ জনের মৃত্যু হয়েছে৷ এঁদেরই একজন শ্রদ্ধা৷ কিন্তু কিশোরের সম্পূর্ণ পৃথিবী যেন শেষ হয়ে গিয়েছে৷ কেন ঘটল এই দুর্ঘটনা? এখনও কারণ খুঁজে বের করা যায়নি৷ নানা মহল থেকে ছড়িয়েছে নানা যুক্তি৷ কেউ বলছেন শর্ট সার্কিটের খবর রটে, কারও মতে ব্রিজ ধসে যাচ্ছে বলে গুজব ছড়ায়। দু’দিক থেকে একই সময়ে দুটি ট্রেন আসার কারণেও হুড়োহুড়ি পড়ে বলে জানাচ্ছেন কোনও কোনও প্রত্যক্ষদর্শী। রেলওয়ের যুক্তি গুজব ছড়ানোর ফলেই মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। তার ফলেই এই পদপিষ্ট হওয়ার ঘটনা। আর্থিক সাহায্যের কথা ঘোষণা হয়েছে। দেওয়া হয়েছে তদন্তের আশ্বাস। কিন্তু এই আশ্বাস আর ফিরিয়ে আনবে না কিশোরের শ্রদ্ধাকে। মাত্র ১০ মিনিটেই ছারখার হয়ে গিয়েছে তাঁর জীবন। যা দীর্ঘশ্বাস সারা জীবন বয়ে বেড়াবেন কিশোর ভারপের।
[আধার কার্ড না থাকায় পড়ুয়াকে বেদম প্রহার, গ্রেপ্তার শিক্ষক]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.