Advertisement
Advertisement

Breaking News

স্বচ্ছতা বজায় রাখতে নয়া ভাবনা রেলের, বর্জ্য ফেলতে বিশেষ ব্যবস্থা

বিমানের ধাঁচেই এই নয়া সিদ্ধান্ত৷

Pantry staffs in trains to bin food wastes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 27, 2018 7:39 pm
  • Updated:July 27, 2018 7:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেনে উঠে বেশিরভাগ মানুষ যেখানে বসে রয়েছে, সেখানেই খাচ্ছে৷ আর খাবার শেষে কলার খোসা থেকে অন্যান্য খাবারের অবশিষ্টাংশ ফেলছে ট্রেনের সিটের নিচে৷ এ ছবি সকলেরই চেনা৷ লোকাল হোক বা দূরপাল্লা, ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে কম বেশি সকলেই এ কাজ করেই থাকি আমরা৷ কিন্তু এবার এ ছবি বদলানোর দিন এসেছে৷ যাত্রীদের কথা মাথায় রেখেই নয়া পরিষেবা আনতে চলেছে ভারতীয় রেল৷ রেল কোচ পরিষ্কার রাখতে এবার থেকে খাবার সরবরাহকারীদের কাছে থাকবে একটি করে ব্যাগ৷ খাবার সরবরাহের পর মাঝে মাঝে যাত্রীদের কাছে ওই ব্যাগ নিয়ে যাবেন তাঁরা৷ সেই ব্যাগেই খাবারের অবশিষ্টাংশ থেকে ফলের খোসা, যাবতীয় ফেলতে পারবেন যাত্রীরা৷ ইতিমধ্যেই নতুন এই  ব্যবস্থার কথা ঘোষণা করেছেন রেলওয়ে বোর্ড চেয়ারম্যান অশ্বিনী লোহানি৷

[রামায়ণ এক্সপ্রেসের পর সুফি ও বুদ্ধিস্ট সার্কিট ভ্রমণে বিশেষ ব্যবস্থা রেলের]

গত ১৭ জুলাই উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি৷ ওই বৈঠকেই ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা করেন তিনি৷ বিমানেও এই একই নিয়ম চালু রয়েছে৷   

Advertisement

[ভাগলপুর স্টেশনে হাওড়া-গয়া প্যাসেঞ্জার ট্রেনে থেকে উদ্ধার ৭৬টি রিভলভার]

বিমানে চড়ে গন্তব্যে পৌঁছানোর সামর্থ্য ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশে সকলের নেই৷ তাই অল্প সময়ে, স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রেনকেই বেছে নেন বেশিরভাগ মানুষ৷  কিন্তু সেই ভারতীয় রেলের বিরুদ্ধেই যাত্রীদের অভিযোগের অন্ত নেই৷ ট্রেন সময় মতো স্টেশনে পৌঁছায় না৷ আবার কখনও কখনও স্টেশনে পৌঁছালেও, ছাড়তে দেরি হয় বিস্তর৷ এছাড়াও সিগন্যালিংয়ের সমস্যায় মাঝপথে দাঁড়িয়ে থাকার সমস্যা তো রয়েইছে৷ যাত্রীসুরক্ষার বিষয়ে যেমন বারবার কাঠগড়ায় দাঁড়িয়েছে ভারতীয় রেল, তেমনই অপরিচ্ছন্নতার অভিযোগেও সুর চড়িয়েছেন বহু পর্যটকই৷ ট্রেনের কোচ যেমন অপরিষ্কার থাকার অভিযোগ উঠেছে, তেমনই ট্রেনের শৌচালয়৷ ট্রেনের খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে একাধিকবার৷ কারও কারও দাবি, নিয়ম করে টিকিটের ভাড়া বাড়লেও, যাত্রীদের দিকে কোনও নজরই নেই ভারতীয় রেলের৷ ক্রমশই ভারতীয় রেলের ওপর ভরসা হারাচ্ছেন আমজনতা৷ যাত্রীদের অভিযোগের ক্ষতে প্রলেপ দিতেই ভারতীয় রেল এমন ব্যবস্থা নিতে চলেছে বলেই মনে করা হচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement