Advertisement
Advertisement

Breaking News

Ramnath Kovind

‘দেশের উন্নয়নের স্বার্থেই জরুরি’, এক দেশ, এক নির্বাচনের পক্ষে জোরালো সওয়াল কোবিন্দের

কোবিন্দের যুক্তির সঙ্গে সহমত নয় বিরোধীরা।

Panel chief Ramnath Kovind backs ‘one nation, one election’। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 21, 2023 9:09 pm
  • Updated:November 21, 2023 9:09 pm  

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: এক দেশ, এক নির্বাচনের পক্ষে জোর সওয়াল করলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই সংক্রান্ত গঠিত উচ্চ পর্যায়ের কমিটির চেয়ারম্যান তিনিই। কোবিন্দ জানান, দেশের উন্নয়নের স্বার্থে এক দেশ, এক নির্বাচন হওয়াটা জরুরি। এর ফলে একদিকে অর্থের অপচয় অনেকটাই কমিয়ে আনা যাবে। আবার জনগণের সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার সংখ্যা অনেকটাই কমিয়ে আনা যাবে।

যদিও কোবিন্দের (Ram Nath Kovind) যুক্তির সঙ্গে সহমত নয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ বিজেপি বিরোধী দলের শীর্ষনেতৃত্ব। তাঁদের মতে, এই নিয়ম চালু হলে কেন্দ্রের ক্ষমতায় আসীন বিজেপির ফায়দা হবে। উল্লেখ্য, সোমবার উত্তরপ্রদেশের রায়বরেলি গিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি। সেখানেই এক দেশ, এক নির্বাচনের (One Nation, One Election) পক্ষে সওয়াল করেন তিনি। জানান, এর সঙ্গে জাতীয় স্বার্থ জড়িত। তাই সব রাজনৈতিক দলের উচিত এই প্রক্রিয়াকে সমর্থন করা। কারণ নির্বাচন কমিশন, সংসদীয় বিষয়ক কমিটি ও নীতি আয়োগ দেশ ও জনগণের স্বার্থে এক দেশ, এক নির্বাচনকে সমর্থন জানাচ্ছে। এই সংক্রান্ত রিপোর্টও জমা পড়েছে বলে জানান তিনি।

Advertisement

[আরও পড়ুন: ন্যাশনাল হেরাল্ড মামলায় ৭৫২ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডির, চাপে গান্ধীরা]

দেশে প্রথম নির্বাচন হয় ১৯৫২ সালে। তখন থেকে ১৯৬৭ পর্যন্ত এক দেশ, এক নির্বাচন প্রক্রিয়া চলেছিল। পরবর্তীতে বিভিন্ন রাজ্যে ও কেন্দ্রে সরকারের মেয়াদ শেষের আগেই সরকারের পতন হয়। ফলে একসঙ্গে নির্বাচন হতে পারেনি। এখন সেই প্রক্রিয়াকে ফিরিয়ে আনতেই এমন উদ্যোগ বলে জানান কোবিন্দ।

[আরও পড়ুন: ‘আপনি সত্যিই অগ্নিকন্যা’, মমতার ভূয়সী প্রশংসা আম্বানির, আরও ২০ হাজার কোটি লগ্নির ঘোষণা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement