ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রক্ষকই ভক্ষক! যাঁর হাতে বিচারের ভার, তাঁর বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ। সম্প্রতি এমনই ঘটেছে পঞ্চকুলার (Panchkula) এক বিশেষ সিবিআই আদালতে। বিচারকের বিরুদ্ধেই উঠল দুর্নীতির অভিযোগ। সেই অভিযোগে তাঁকে সাসপেন্ডও হতে হল।
পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালতের বিচারক সুধীর পারমারের (Sudhir Parmar) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নিয়ে বেশ কিছুদিন ধরেই হরিয়ানায় শোরগোল চলছিল। অভিযোগ, বিচারক এবং তাঁর কয়েকজন আত্মীয় দুর্নীতিতে যুক্ত। অর্থের বিনিময়ে রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের সুবিধা পাইয়ে দিয়েছেন সুধীর পারমার। এই অভিযোগে গত ১৮ এপ্রিল পারমারের বাড়িতে হানাও দিয়েছিল হরিয়ানা পুলিশের দুর্নীতি দমন শাখা। তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়। সেই সঙ্গে বেশ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট গত বৃহস্পতিবার পারমারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। ২০২১ সালের নভেম্বর মাসে পারমার বিশেষ সিবিআই আদালতের বিচারক হিসাবে নিযুক্ত হন। নিয়ম অনুযায়ী তাঁর কার্যকাল শেষ হওয়ার কথা ২০২৪ সালের নভেম্বর মাসে। তাঁর বদলে এবার রাজীব গোয়েল পঞ্চকুলার ওই বিশেষ সিবিআই আদালতের দায়িত্ব সামলাবেন। তাৎপর্যপূর্ণভাবে সুধীর পারমার বিচারক থাকাকালীন বেশ কিছু হাই প্রোফাইল মামলা সামলেছেন। যার মধ্যে রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র সিং হুদার (Bhupinder Singh Hooda) বিরুদ্ধে ওঠা জমি দুর্নীতির মামলাও।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) হাত থেকে রাজ্যের নিয়োগ দুর্নীতির দু’টি মামলা সরা নিয়ে রাজ্য রাজনীতি যখন তোলপাড়, ঠিক তখনই পাঞ্জাব-হরিয়ানা হাই কোর্টের রায় বুঝিয়ে দিল বিচারকরাও বিচারের ঊর্ধ্বে নন। ভুল তাঁদেরও হয়, শাস্তি তাঁদেরও পাওয়া উচিত। এমনটাই মনে করছে আইনজ্ঞ মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.