Advertisement
Advertisement
Panchayat Election 2023

Panchayat Election 2023: বঙ্গে মহিলাদের উপর অত্যাচার! রাজ্যে আসছে বিজেপির ৫ মহিলা সাংসদের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

রবিশঙ্করদের পর ফের দল পাঠান নিয়ে উঠছে প্রশ্ন।

Panchayat Election 2023: BJP sending another fact finding team consisted of 5 Woman MP to Bengal
Published by: Paramita Paul
  • Posted:July 17, 2023 7:44 pm
  • Updated:July 17, 2023 7:44 pm  

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: বাংলায় পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) সন্ত্রাস ও হিংসার ছবি দেখতে গত সপ্তাহে রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে একটি টিম পাঠিয়েছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। এবার মহিলাদের উপর হিংসার ঘটনা সরেজমিন খতিয়ে দেখতে মহিলা প্রতিনিধি দলকে বাংলায় পাঠানোর সিদ্ধান্ত নিলেন বিজেপি সভাপতি। নতুন এই দলে নেতৃত্ব দেবেন সাংসদ সরোজ পাণ্ডে। এক সময়ে দুর্গ পুরসভার মেয়র ছিলেন সরোজ। তার পর ছত্তিশগড় বিধানসভা হয়ে এখন লোকসভার সাংসদ।

তাঁর সঙ্গে থাকছেন ওড়িশার সাংসদ অপরাজিতা সারেঙ্গি। মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ কবিতা পাটিদার। তাছাড়া রমাদেবী ও সন্ধ্যা রায় নামে দুই সাংসদকে বাংলায় পাঠাচ্ছে বিজেপি। গেরুয়া শিবিরের তরফে পাঁচ সদস্যের মহিলা দল পাঠানোর ঘোষণা হতেই পালটা তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে টুইট করে নন্দীগ্রাম-১ এর ভেকুটিয়া গ্রামে তৃণমূল করার অপরাধে কীভাবে এক মহিলাকে গাছে বেধে মাকধর করা হয় সেই ঘটনার উল্লেখ করা হয়। সেইসঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচিতে ঠাকুরনগরে কীভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে মহিলাদের ওপর আক্রমণ করা হয়েছিল তাও উল্লেখ করা হয়।

Advertisement

[আরও পড়ুন: ‘সরকার পড়ে যাওয়া’র হুঁশিয়ারিতে বিজেপির অন্দরে মতভেদ, শান্তনু-সুকান্তের সঙ্গে একমত নন দিলীপ]

সোমবার বিকালে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে জানান হয় যে মহিলা সাংসদদের একটি প্রতিনিধি দল বাংলায় হিংসা কবলিত এলাকায় যাবে। যেখানে যেখানে মহিলাদের উপর অত্যাচার হয়েছে সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। তারপর দলের সভাপতি জেপি নাড্ডাকে রিপোর্ট দেবেন। তবে বিজেপির এই দল পাঠানোর সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে তৃণমূল। দলের তরফে টুইটার হ্যান্ডেলে বিজেপিশাসিত রাজ্যে যেখানে মহিলাদের উপর অত্যাচারে শীর্ষে সেখান মহিলা সাংসদের নিয়ে দল গঠন করে বাংলায় পাঠাচ্ছেন জেপি নাড্ডা। এটা অনেকটা চোর ধরতে চোরকে পাঠানোর মতো ঘটনা বলে কটাক্ষ করা হয়।

বস্তুত এই ধরনের কমিটি কোনও সরকারি কমিটি নয়। এর কোনও কার্যকরী ক্ষমতাও নেই। সাধারণত রাজ্যের উপর চাপ তৈরি, স্থানীয় বিজেপি কর্মীদের মনোবল বাড়ানো ও রাজনৈতিক প্রচারের উদ্দেশে এ ধরনের কমিটি পাঠানো হয়। কেন্দ্রে বাজপেয়ী-আডবাণী জমানা থেকে এ ধরনের সংসদীয় প্রতিনিধি দল পাঠানোর চল শুরু হয়েছিল বিজেপিতে। পর্যবেক্ষকদের অনেকের মতে, গত সপ্তাহে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে টিম পাঠানো হয়েছিল তারপরে ফের আরও একটি দল কেন পাঠান হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ বিজেপি এখন যে টিম পাঠাচ্ছে তার সদস্যরা জাতীয়স্তরে খুব বেশি পরিচিত মুখ নন। বাংলায় বিজেপি সংগঠনেই অনেকে তাঁদের চেনেন না। ফলে দ্বিতীয় দলও কতটা প্রভাব ফেলতে পারবে সেই প্রশ্ন ঝুলে থাকল।

[আরও পড়ুন: Abhishek Banerjee: বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে তোপ, মমতার প্রশংসা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement