Advertisement
Advertisement

Breaking News

Pan Card Misuse

প্যান কার্ডেই লুকিয়ে বিপদ! ৪৬ কোটির আয়কর নোটিসে হতবাক কলেজ পড়ুয়া

এই ঘটনায় পুলিশি অসহযোগিতার অভিযোগও তুলেছেন কলেজ ছাত্র।

Pan Card Misuse: Madhya Pradesh Student Gets Rs 46 Crore Tax Notice for Misusing PAN Card

ফাইল ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:March 30, 2024 12:35 pm
  • Updated:March 30, 2024 2:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪৬ কোটি টাকার আয়কর নোটিস! দেখেই চক্ষু চড়কগাছ কলেজ পড়ুয়ার। কীভাবে এমনটা হতে পারে তা ভেবেই রীতিমতো ঘাম ছুটে যায় তাঁর। খোঁজখবর করে ওই পড়ুয়া জানতে পারেন, প্যান কার্ড জালিয়াতির শিকার হয়েছেন তিনি।     

ঘটনাটি মধ্যপ্রদেশের। প্রমোদ কুমার দান্দোটিয়া নামের এক কলেজ পড়ুয়ার অভিযোগ, তাঁর প্যান কার্ড ব্যবহার করে একটি সংস্থা তৈরি করা হয়। ২০২১ সালে মুম্বই ও দিল্লি থেকে নাকি কারবার চালাচ্ছিল উক্ত সংস্থাটি। ফলে তাঁর কাছে ৪৬ কোটি টাকার আয়কর নোটিস এসেছে। অভিনব এই জালিয়াতির শিকার হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন বছর পঁচিশের প্রমোদ। তাঁর কথায়, “আমি গোয়ালিয়রের একটি কলেজে পড়ি। আয়কর দপ্তরের নোটিস দেখে আমি আকাশ থেকে পড়ি। এটা কী করে সম্ভব? কীভাবে আমার প্যান কার্ড ব্যবহার করতে পেরেছে জালিয়াতরা তাও আমি জানি না।”

Advertisement

[আরও পড়ুন: ‘ওঁরা কেবল রান্না করতেই জানেন’, মহিলা প্রার্থীকে কটাক্ষ করে বিতর্কে কংগ্রেস বিধায়ক]

এই ঘটনায় পুলিশি অসহযোগিতার অভিযোগও তুলেছেন প্রমোদ। তাঁর দাবি, আয়কর দপ্তরের নোটিস পেয়েই পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন তিনি। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিরদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেন। তবে তাঁর কথায় কেউই সেসময় গুরুত্ব দেননি। অবশেষে একপ্রকার বাধ্য হয়ে শুক্রবার গোয়ালিয়রের অতিরিক্ত পুলিশ সুপার শিয়াজ কে এমের কাছে অভিযোগ জানান তিনি। এই প্রসঙ্গে পুলিশকর্তার বক্তব্য, প্যান কার্ড জালিয়াতির অভিযোগ জমা পড়েছে। গোটা ঘটনার দ্রুত তদন্ত করা হবে।   

[আরও পড়ুন: কেজরির গ্রেপ্তারির পর ফের বিপাকে আপ, দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রীকে তলব ইডির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement