সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ কর্ণাটকের নাটক সবে ফুরিয়েছে। এর মধ্যেই উপনির্বাচন ঘিরে নাটক শুরু মহারাষ্ট্রে। পালঘর লোকসভা কেন্দ্রের ভোটারদের ঘুষ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলল শিব সেনা। বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে তারা।
[ কীভাবে কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকে জঙ্গিরা? গোয়েন্দাদের জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য ]
অতীতের বন্ধু। এখন সম্পর্ক আদায়-কাঁচকলায়। বিজেপি বিরোধিতার অন্যতম মুখ এখন শিব সেনা। দেশজুড়ে বিজেপি বিরোধী আঞ্চলিক জোটগুলির যে ফ্রন্ট তৈরি হয়েছে তাতে শামিল উদ্ধব ঠাকরে। যে কোনও ইস্যুতেই তাই গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায় তাঁকে। ভোটের আগেও ঠিক তাই হল। ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজেন্দ্র গভিত। শিব সেনার অভিযোগ, তাঁকে ভোট দেওয়ার জন্য ভোটারদের হাতে টাকা ধরিয়ে দিচ্ছে বিজেপি। তাঁদের দাবি, এই কাজ শিব সেনার কর্মীরা হাতেনাতে ধরে ফেলেছে। তারপরই শিব সেনার বিধায়ক অমিত গৌড়া নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, নির্বাচনী বিধিভঙ্গ করছেন ওই প্রার্থী। সুতরাং তাঁর প্রার্থীপদ বাতিল করা হোক। শনিবারই এ অভিযোগ দায়ের হয়েছে। ২৮ মে অর্থাৎ সোমবার নির্বাচন। এর মধ্যে কমিশন কী সিদ্ধান্ত নেয় তাই-ই দেখার।
[ ‘বিকাশ’ আওড়ে চার বছর পূর্তির ভাষণ মোদির, তীব্র কটাক্ষ বিরোধী জোটকে ]
তবে অভিযোগের পালা এই নতুন নয়। এর আগে শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে একটি অডিও ক্লিপ সামনে এনেছিলেন। সেখানে শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশের কণ্ঠ। যেনতেন প্রকারেণ ভোটে জেতার নিদান তিনি কর্মীদের দিচ্ছেন। যদিও এ অভিযোগের পালটা দেন তিনি। বলেন, অডিও ক্লিপটি সম্পূর্ণ নয়। আংশিক শুনিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। সাধারণত উপনির্বাচনে শাসক দলই সুবিধাজনক জায়গায় থাকে। একটি উপনির্বাচনকে ঘিরে মহারাষ্ট্রে যেভাবে কোমর বেঁধে নেমেছে শিব সেনা, তাতেই বোঝা যাচ্ছে সেই সুবিধার জায়গা গেরুয়া শিবিরকে দিতে কোনওভাবেই রাজি নয় তারা। বরং বুঝিয়ে দিতে চায়, উত্তরপ্রদেশের ঘটনার পুনরাবৃত্তি মহারাষ্ট্রেও হতে পারে। যোগীর রাজ্যে খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্রে হার হয়েছিল বিজেপির। তারপর থেকেই বিজেপি বিরোধী হাওয়া গোটা দেশে আরও জোরদার হয়ে ওঠে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.