Advertisement
Advertisement

Breaking News

Pakistani Mumbai Police

‘তাজ হোটেল উড়িয়ে দেবে পাক জঙ্গিরা’, ফের হুমকি ফোন, তদন্তে মুম্বই পুলিশ

উত্তরপ্রদেশের এক বাসিন্দা ফোন করেন মুম্বই পুলিশের দপ্তরে।

Pakistanis will blow up Taj hotel, threat call at Mumbai Police | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:September 1, 2023 9:25 am
  • Updated:September 1, 2023 9:25 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভয়াবহ জঙ্গি হামলার আশঙ্কা উসকে গেল মুম্বইতে (Mumbai)। বৃহস্পতিবার এক ব্যক্তি মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে জানায়, দুই পাকিস্তানি এসে তাজ হোটেল উড়িয়ে দেবে। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করে পুলিশ। যদিও আশঙ্কাজনক কোনও ঘটনার খোঁজ মেলেনি এখনও পর্যন্ত। প্রসঙ্গত, দিন দশেক আগেও একইভাবে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর দিয়ে একটি উড়ো ফোন এসেছিল পুলিশের কাছে।

মুম্বই পুলিশ (Mumbai Police) সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মুম্বই পুলিশের প্রধান কন্ট্রোল রুমে ফোন করেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তাঁর দাবি, সমুদ্র পেরিয়ে ভারতে ঢোকার পরিকল্পনা করছে দুই পাক (Pakistani) জঙ্গি। সমুদ্রপথেই মুম্বই পৌঁছবে তারা। শহরের বিখ্যাত তাজ হোটেল (Taj Hotel) উড়িয়ে দেওয়ার লক্ষ্যেই মুম্বই আসছে দুই পাক জঙ্গি। পুলিশ কর্তাদের প্রশ্নের মুখে ওই ব্যক্তি জানান, তাঁর নাম মুকেশ সিং। 

Advertisement

[আরও পড়ুন: মূল্য লক্ষ বিজেপি বিরোধিতা, রাজ্যে রাজ্যে নিজেদের ‘ঝগড়া’ বন্ধের সিদ্ধান্ত INDIA নেতাদের]

এই ফোন পেয়েই সঙ্গে সঙ্গে তদন্তে নামে পুলিশ। তাতেই জানা যায়, ভুয়ো পরিচয় দিয়ে ফোন করেছেন ওই ব্যক্তি। আসলে তাঁর নাম জগদম্বা প্রসাদ সিং। ৩৫ বছর বয়সি জগদম্বা আদতে উত্তরপ্রদেশের গোন্ডা এলাকার বাসিন্দা। তবে বর্তমানে মুম্বইয়ের স্যান্টাক্রুজ এলাকায় থাকেন তিনি। জগদম্বার ফোনকে অবশ্য যথেষ্ট গুরুত্ব দিয়েই তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।

প্রসঙ্গত, দিন দশেক আগেও একইভাবে জঙ্গি হামলার দাবি করে ফোন এসেছিল পুণে পুলিশের কন্ট্রোল রুমে। এক ব্যক্তি জানান, মুম্বইয়ের ওরলি এলাকায় ঘাঁটি গেড়েছে এক সন্ত্রাসবাদী। কে লুকিয়ে রয়েছে, কী তার উদ্দেশ্য এই নিয়ে আধিকারিকরা প্রশ্ন করার আগেই ওই ব্যক্তি ফোন কেটে দেন। রাতের বেলা এই ফোন পাওয়ার পরেই তৎপর হয়ে পড়ে পুণে পুলিশ। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় মুম্বই পুলিশের কাছেও। পরে জানা যায়, আমেরিকা থেকে ফোন করা হয়েছিল। 

[আরও পড়ুন: সামান্য ব্যবধানে হার চেক প্রতিপক্ষের কাছে, জুরিখ ডায়মন্ড লিগে দ্বিতীয় নীরজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement