সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মুর জেলে বন্দি রয়েছে সাত জন ভয়ঙ্কর পাক জঙ্গি। এরা জেলে বসেই বাকি বন্দিদের মগজধোলাই করছে। জেহাদের বীজ বুনছে। বন্দিদের জেহাদে উদ্বুদ্ধ করছে। এদেরকে এখনই দিল্লির তিহার জেলে সরানো হোক। সুপ্রিম কোর্টের কাছে এই আবেদন জানাল জম্মু ও কাশ্মীর সরকার। রাজ্য সরকারের দাবি, মাত্রাতিরিক্ত বিপজ্জনক হওয়ার কারণেই জম্মুর জেলে বন্দি সাত পাকিস্তানি সন্ত্রাসবাদীকে তিহার জেলে সরিয়ে দেওয়া হোক। সুপ্রিম কোর্টে এই আবেদন জানিয়েছে তারা। বিষয়টি নিয়ে কেন্দ্র এবং দিল্লি সরকারের মতামত জানতে চেয়েছে শীর্ষ আদালত।
[সন্ত্রাসবাদ ইস্যুতে কোণঠাসা ইসলামাবাদ, জইশের সদর দপ্তর দখল পাক পুলিশের]
সুপ্রিম কোর্টকে জম্মু ও কাশ্মীর সরকারের তরফে আইনজীবী শোয়েব আলম জানিয়েছেন, “এই পাকিস্তানি জঙ্গিরা বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত। জম্মুর জেলে বসেই এরা স্থানীয় বন্দিদের জেহাদে উদ্বুদ্ধ করার কাজ করছে। তিহারে সম্ভব না হলে এদের হরিয়ানা বা পাঞ্জাবের কোনও জেলে সরিয়ে নিয়ে যাওয়া হোক। কিন্তু জম্মু বা কাশ্মীরের কোনও জেল এদের রাখার পক্ষে নিরাপদ নয়।’’ জম্মু ও কাশ্মীর সরকারের এই বক্তব্য শোনার পর বিচারপতি এল এন রাও এবং বিচারপতি এম আর শাহের বেঞ্চ এই আবেদনের একটি কপি সাত পাকিস্তানি বন্দিকেও পাঠানোর কথা জানিয়েছে। পাশাপাশি কেন্দ্র ও দিল্লি সরকারের মতামতও জানতে চেয়েছে তারা। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার পরই জম্মু জেলে বন্দি লস্কর জঙ্গি জাহিদ ফারুককে জম্মু জেল থেকে অন্যত্র সরিয়ে দেওয়ার আবেদন করেছিল জম্মু ও কাশ্মীর সরকার। ২০১৬ সালে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢোকার সময় তাকে গ্রেফতার করা হয়েছিল। ফারুকের সঙ্গে এ বার জুড়ে গেল আরও ছয় জঙ্গির নাম।
জম্মু ও কাশ্মীরের গোয়েন্দাদের দাবি, জেলবন্দি জইশ ও লস্কর জঙ্গিরা স্থানীয় বন্দিদের দলে টানতে অনেকটাই সফল হয়েছে। কারণ আজাদি বা স্বাধীনতার দাবিতে স্থানীয় কাশ্মীরি বন্দিদের সমর্থনও পাচ্ছে ওই সাত জঙ্গি। স্থানীয় বন্দিদের সহানুভূতি পাওয়ায় তারা জেলে বসেই সন্ত্রাসবাদী কাজকর্ম চালানোর পরিকল্পনা করছে। যদিও এই কুখ্যাত জঙ্গিদের এক জেল থেকে সরিয়ে অন্য জেলে নিয়ে যাওয়ার কাজ খুব একটা সহজ নয়, এমনটাই দাবি জম্মু ও কাশ্মীর পুলিশের। প্রতিটি ক্ষেত্রেই সাধারণ মানুষ এবং পুলিশকর্মীদের প্রাণহানির আশঙ্কা থাকে। কিছুদিন আগেই এক পাকিস্তানি জঙ্গিকে জেল থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হামলা চালিয়েছিল জঙ্গিরা।
[সীমান্তে দাঁড়িয়ে কয়েকশো পণ্যবোঝাই ট্রাক, চরম আর্থিক সংকটের মুখে পাকিস্তান]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.