প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের (Independence Day) আগেই পাঞ্জাবের (Punjab) জঙ্গি দমনে সাফল্য পেল ভারতীয় নিরাপত্তা বাহিনী। সীমান্তে অনুপ্রবেশকারী পাকিস্তানি জঙ্গিকে নিকেশ হল। সোমবার ভোররাত নাগাদ পাঠানকোট জেলার সীমান্তে এক জঙ্গির গতিবিধি লক্ষ্য করে বিএসএফ (BSF)। তবে সীমান্ত পেরনোর আগেই ভারতীয় সেনার গুলিতে তার মৃত্যু হয়। প্রসঙ্গত, গত ১১ আগস্টও বিএসএফের গুলিতে নিকেশ হয় এক পাকিস্তানি জঙ্গি।
BSF PRO, Punjab Frontier says, “On 14th Aug’ 2023, at about 12:30 AM, Border Security Force (BSF) troops observed suspicious movement of a Pakistani miscreant/intruder ahead of Border fencing, in the area falling near the bordering Simbal Sakol village, under Pathankot district.…
— ANI (@ANI) August 14, 2023
ঘটনার সূত্রপাত পাঠানকোট জেলার সিম্বল সাকোল গ্রামে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ১৪ আগস্ট রাত সাড়ে বারোটা নাগাদ নিয়ন্ত্রণ রেখা বরাবর এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। সঙ্গে সঙ্গেই তার উপর নজরদারি শুরু করেন জওয়ানরা। ধীরে ধীরে সীমান্তের দিকে এগিয়ে আসতে থাকে থাকে ওই ব্যক্তি।
পাকিস্তান থেকে আসা ব্যক্তিকে আটকাতে সতর্ক করেন বিএসএফ জওয়ানরা। তাতেও দমে না গিয়ে ক্রমশই ভারতে ঢোকার চেষ্টা করতে থাকে। বাধ্য হয়েই গুলি চালায় বিএসএফ। সীমান্তের ঠিক সামনেই গুলি লেগে মৃত্যু হয় ওই পাক জঙ্গির। যদিও তার পরিচয় নিয়ে এখনও বিস্তারিত তথ্য মেলেনি। প্রসঙ্গত, মাত্র চারদিন আগে একইভাবে এক জঙ্গির অনুপ্রবেশের ছক বানচাল করেছিল বিএসএফ। গুলিতে নিকেশ হয় সেই পাক জঙ্গিও।
অন্যদিকে, স্বাধীনতা দিবস উপলক্ষে উৎসবের মেজাজ ধরা পড়েছে গোটা কাশ্মীর উপত্যকায়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওইদিন ইন্টারনেট ব্যবহারে কোনও নিষেধাজ্ঞা থাকবে না। তবে সাধারণ মানুষ উৎসবের মেজাজে থাকলেও সতর্ক থাকছে নিরাপত্তা বাহিনী। একাধিক এলাকায় নিয়মিত টহল দিচ্ছেন তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.