সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন তিনি দেশের প্রধানমন্ত্রী। দেশের নানা প্রান্ত থেকে অনেকেই নরেন্দ্র মোদিকে রাখি পাঠিয়েছেন। ‘মোদিভাই’-এর জন্য রাখি তৈরি করেছেন উত্তরপ্রদেশের মুসলিম মহিলারা ও প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র বারাণসীর বিধবারাও। কিন্তু, কামার মহসিন শেখের ব্যাপারটা আলাদা। আজ বলে নয়, গত কুড়ি বছরেরও বেশি সময়ে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাখি পরাচ্ছেন তিনি।
[জানেন, কেন মোদি-যোগীকে রাখি পাঠাচ্ছেন মুসলিম মহিলারা?]
কামার মহসিন শেখ আদপে পাকিস্তানের বাসিন্দা। বিয়ের পর প্রথম ভারতে আসেন তিনি। এদেশেই পাকাপাকিভাবে থাকতে শুরু করেন। কামার মহসিন শেখ বলেন, ‘আমি যখন প্রথম নরেন্দ্রভাইকে রাখি পরিয়েছিলাম, তখন তিনি আরএসএসের কর্মী ছিলেন। পরবর্তীকালে নিরলস পরিশ্রম ও দূরদর্শিতার কারণে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তিনি।’ সেই শুরু। গত প্রায় ২২-২৩ বছর ধরে প্রতি বছর রাখি পূর্ণিমার দিন নরেন্দ্র মোদিকে রাখি পরিয়ে আসছেন মহসিন।
[ভাই’ খোদ নরেন্দ্র মোদি, রাখি পাঠাতে তৈরি বারাণসীর বিধবারা]
তবে এখন তো আর নরেন্দ্র মোদি আরএসএস কর্মী নন। তিনি দেশের প্রধানমন্ত্রী। দিনভর ঠাসা কর্মসূচি, চূড়ান্ত ব্যস্ততা। এসব সামলে কী এবারও রাখির দিন তাঁর কাছে আসার সময় করে উঠতে পারবেন মোদি? মনে যথেষ্টই সংশয় ছিল কামার মহসিন শেখের। কিন্তু, সেই সংশয় দুর করে দিয়েছেন নরেন্দ্র মোদি স্বয়ং। কামার মহসিন শেখ বলেন, ‘আমি ভেবেছিলাম, এবার হয়ত খুব ব্যস্ত থাকবেন মোদি। আমার কাছে আর রাখি পরতে আসবেন না। কিন্তু দু’দিন আগেই ফোন পেয়েছি। জেনে খুব ভাল লাগল, যে এবার রাখিবন্ধন উৎসবের প্রস্তুতি নিচ্ছেন মোদি।’ বস্তুত, প্রধানমন্ত্রীর ফোন পাওয়ার পর তিনি যে যথেষ্ট উত্তেজিত, তাও জানাতে ভোলেননি কামার মহসিন শেখ।
I have been tying Rakhi to Narendrabhai (PM Modi) for the last 22-23 years, excited to do it this time too: Qamar Mohsin Shaikh,Pak lady pic.twitter.com/VCurJ9F7mT
— ANI (@ANI_news) 6 August 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.