Advertisement
Advertisement

মিডিয়া ও সেনার জোড়া হুলে বিদ্ধ শরিফ সরকার

নওয়াজ শরিফ সরকারের তীব্র সমালোচনা অব্যাহত পাক সংবাদমাধ্যমে৷

Pakistani media warns government and security agencies
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 17, 2016 2:36 pm
  • Updated:January 28, 2020 5:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তর্দ্বন্দ্বে জেরবার পাকিস্তান৷ একদিকে পাক সেনাবাহিনী, অন্যদিকে দেশের সমস্ত প্রথম সারির সংবাদপত্রের জোড়া হুলে বিদ্ধ পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷

নওয়াজ শরিফ সরকারের তীব্র সমালোচনা অব্যাহত পাক সংবাদমাধ্যমে৷ জনপ্রিয় পাক সংবাদপত্র ‘নেশন টুডে’-তে সম্প্রতি আরেকটি সম্পাদকীয় প্রকাশিত হয়েছে যেখানে, পাক সরকারকে তুলোধোনা করা হয়েছে৷ সমালোচনা করা হয়েছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এরও৷

Advertisement

পাক সংবাদমাধ্যমে এই ধরনের ঘটনা নজিরবিহীন৷ কারণ, সাধারণত সে দেশের খবরের কাগজ বা টিভি চ্যানেলগুলি পাক প্রশাসন ও সেনাবাহিনী ঘেঁষা৷ এই ঘটনা থেকেই স্পষ্ট, উরি হামলা পরবর্তী সময়ে পাক বুদ্ধিজীবী মহলেও শরিফ ও সেনাবাহিনীর সমালোচনা শুরু হয়ে গিয়েছে৷

পাক সংবাদমাধ্যমে প্রকাশ, “নরেন্দ্র মোদির বক্তব্য থেকেই স্পষ্ট, পাকিস্তানকে আন্তর্জাতিক মহলে কোণঠাসা করতে নয়াদিল্লি কতটা বদ্ধপরিকর! সার্ক সম্মেলন বাতিল করা থেকে শুরু করে পাক শিল্পীদের বয়কট- আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানকে হেয় করতে বাকি রাখেনি ভারত৷ ভারতের উদ্দেশ্য চরিতার্থ হলে পাকিস্তানের পক্ষে সেটা শুভ হবে না৷” ওই সংবাদপত্রে ‘ডন’-এ প্রকাশিত পাক সরকার ও সেনাপ্রধানের মধ্যে দ্বন্দ্বের ঘটনারও উল্লেখ করা হয়েছে৷ এর আগে ওই একই সংবাদপত্রে পাঠানকোট হামলার প্রসঙ্গে মাসুদ আজহার ও মুম্বই হামলার পরিপ্রেক্ষিতে হাফিজ সঈদের মতো আন্তর্জাতিক জঙ্গিকে পাকিস্তানের আশ্রয়ে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল৷ সম্পাদকীয়তে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, এতে আন্তর্জাতিক মহলের সামনে পাকিস্তানের ভাবমূর্তি কালিমালিপ্ত হচ্ছে৷

শুধু সংবাদপত্রে নয়, পাক সেনাবাহিনীও নওয়াজ শরিফ প্রশাসনের উপর ক্ষুব্ধ৷ সম্প্রতি পাক সেনাকর্তা ও প্রশাসনের বৈঠকে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়৷ পাক সেনাবাহিনী প্রশাসনকে ‘নির্দেশ’ দিয়েছে, আগামী ৫ দিনের মধ্যে সর্ষের মধ্যে ভূত খুঁজে বের করতে হবে৷ ওই ‘হাই-প্রোফাইল’ গোপনীয় বৈঠকের খবর কে বা কারা সংবাদপত্রের কাছে ফাঁস করেছে, অবিলম্বে তাদের খুঁজে শাস্তি দিতে হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement