সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের কাছে মার খেলেও শিক্ষা নেই পাকিস্তানের৷ সার্জিক্যাল স্ট্রাইকের একদিন পরেই ভারতের বায়ুসীমা লঙ্ঘনের চেষ্টা করল পাক যুদ্ধবিমান৷ সূত্রের খবর, নওসেরা সেক্টর দিয়ে পাক বায়ুসেনার এফ-১৬ ভারতের আকাশ পথে ঢোকার চেষ্টা করে৷ পালটা জবাব দেয় ভারতীয় বায়ুসেনা৷ ফলে পিছু হটতে বাধ্য হয় পাক যুদ্ধবিমান৷ সূত্রের খবর, পাক যুদ্ধবিমানকে ভারতীয় সীমা লঙ্ঘন করতে দেখেই তাকে ধাওয়া করে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান৷ প্রত্যুত্তর দেওয়া হয় তাকে পাকিস্তানকে৷ ভারতের হানায় হতবম্ভ হয়ে যায় এফ-১৬৷ আবারও পাকিস্তানে ফিরে যেতে বাধ্য হয়৷ ইতিমধ্যে হাই অ্যালার্ট জারি হয়েছে লেহ, জম্মু, পাঠানকোট ও শ্রীনগরে৷ বন্ধ করে দেওয়া হয়েছে বিমান বন্দর৷ দখল নিয়েছে বায়ুসেনা৷
[এয়ারস্ট্রাইক নিয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এড়াতে সতর্ক বিদেশমন্ত্রক ]
মঙ্গলবার ভোররাত ভারতীয় বায়ুসেনার করা সার্জিক্যাল স্ট্রাইকে কার্যত ছন্নছাড়া পাকিস্তান৷ জঙ্গিদের বিরুদ্ধে এই অভিযান হলেও, তাতে ঘুম উড়েছে রাওয়ালপিণ্ডির৷ মঙ্গলবার থেকেই নিয়ন্ত্রণ রেখায় বাড়ছে উত্তেজনা৷ গতকাল রাত থেকেই ভারতীয় সেনা ছাঁউনি লক্ষ্য করে গোলা গুলিবর্ষণ করতে শুরু করেছে পাক রেঞ্জার্সরা৷ পালটা জবাব দিয়েছে ভারতও৷ সীমান্তে তৈরি হয়েছে যুদ্ধের আবহ৷ ইতিমধ্যে নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়েছে৷ বৈঠকে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ, তিন সেনার প্রধান ও ভারতীয় গুপ্তচর সংস্থাগুলির প্রধানরা৷ পাক সীমান্তবর্তী এলাকায় সেনার তিন বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ কাশ্মীরে বাড়তি সেনা ও ট্যাঙ্ক পাঠান হয়েছে৷ পাশাপাশি, নৌসেনাকে আরব সাগর উপকূলে কড়া নজর রাখতে বলা হয়েছে৷
[প্রত্যাঘাতেও শিক্ষা নেই, নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের]
জানা গিয়েছে, ভারতীয় সেনার প্রত্যাঘাতের পর আরও বেপরোয়া হয়ে উঠেছে পাকিস্তান৷ উপত্যকার কামালকোট, উরি, রাজৌরি-সহ ১২-১৫টি জায়গায় ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে মিসাইল, মর্টার হামলা করে পাক সেনারা৷ যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণরেখায় পাক সেনার হামলার পালটা জবাব দিয়েছে ভারতীয় সেনা৷ উড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের পাঁচটি সেনা ছাউনি৷ এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জন ভারতীয় সেনা জখম হয়েছেন৷ প্রত্যেকেই সেনা হাসপাতালে চিকিৎসাধীন৷ আপাতত সুস্থই রয়েছেন তাঁরা৷
Airports in Leh, Jammu, Srinagar and Pathankot in high alert. Airspace suspended due to security reason. Many commercial flights on hold. pic.twitter.com/p7T3nw9ObN
— ANI (@ANI) February 27, 2019
Delhi: Defence Minister Nirmala Sitharaman, Army Chief General Bipin Rawat, Chief of the Air Staff Air Chief Marshal Birender Singh Dhanoa and Navy Chief Admiral Sunil Lanba to meet shortly today over important proposals for the Armed forces. (file pic) pic.twitter.com/yQk8H2DYuB
— ANI (@ANI) February 27, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.