সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দুত্ব ও পাকিস্তান নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে আসেন বাগেশ্বর ধাম ট্রাস্টের প্রধান আচার্য ধীরেন্দ্র শাস্ত্রী। ফের বিস্ফোরণ ঘটালেন তিনি। বলে দিলেন, পাকিস্তানও একদিন হিন্দুরাষ্ট্রে পরিণত হবে।
গুজরাটের সুরাটে এক জনসভায় ধীরেন্দ্র শাস্ত্রী বলেন, গুজরাটের জনগণের সামনে ভাল ভাল কথা বলে অর্থ আয় করা তাঁর উদ্দেশ্য নয়। বরং তিনি চান হিন্দুত্বের জন্য দেশের সমস্ত হিন্দু যাতে ঐক্যবদ্ধ হন। তাঁর কথায়, “যদি আপনারা (হিন্দুরা) ঐক্যবদ্ধ হন, তাহলে ভারত কিংবা পাকিস্তানকেও হিন্দুরাষ্ট্রে পরিণত করতে পারবেন।”
‘বাগেশ্বর ধাম সরকার’ নামেই পরিচিতি ধীরেন্দ্র শাস্ত্রীর। তিনি এও দাবি করেছেন, ভারত হিন্দু রাষ্ট্রই। তাই নতুন করে হিন্দু রাষ্ট্র গড়ার প্রয়োজন নেই। তিনি বলেন, অযোধ্যায় রামমন্দির তৈরি হচ্ছে। এবার মথুরার পালা। সনাতনীদের জাগরণের সময় হয়েছে। ইতিমধ্যেই তাঁর মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে তাঁর মন্তব্যকে সমর্থন করলেও অনেকেই বিরোধিতা করেছেন। কেউ কেউ একে উসকানি মূলক ভাষণ বলেও দাবি করেছেন।
একদিকে বাগেশ্বর ধাম সরকারের সমর্থনে গলা চড়িয়ে বলা হচ্ছে, গোটা বিশ্বে এভাবেই হিন্দু ধর্ম দাপট গড়ে তুলতে হবে। উলটো দিকে অনেকের প্রশ্ন, পাকিস্তান একটি মুসলিম দেশ। তাকে কীভাবে হিন্দুরাষ্ট্রে পরিণত করার কথা বলা হয়? কিছু নেটিজেনের মতে, ভারতকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। তাই এধরনের মন্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঁচ লাগে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.