সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিষ্টির বিনিময়ে বুলেট৷ পাকিস্তানের সঙ্গে সম্পর্কের শীতলতা ভাঙতে উদ্যোগী ভারত৷ স্বাধীনতা দিবসে ওয়াঘা সীমান্তে পাকিস্তানি রেঞ্জার্সের সঙ্গে মিষ্টি বিনিময় করে ভারতীয় সেনা৷ সৌজন্য বিনিময়ও হয় দু’পক্ষের৷ কিন্তু সেই সময়ই আবারও সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান৷ নৌসেরা সেক্টরে প্রবল গুলিবর্ষণ শুরু হয়৷ পালটা জবাব দেয় ভারতীয় সেনাও৷ দু’পক্ষের মধ্যে চলে গুলি ও মর্টার বিনিময়৷ এখনও চলছে সংঘর্ষ৷
At about 0515 hrs today the alert Army troops noticed movement along LoC in Naushera Sector. On being challenged, the armed intruders opened fire on our troops. Our troops responded with retaliatory fire in equal measure: PRO Jammu ##JammuAndKashmir
— ANI (@ANI) August 15, 2018
পাকিস্তান প্রায়ই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে৷ ভারতের উপর হামলাও করে৷ চলে একে অপরের শক্তি প্রদর্শনের পালা৷ মর্টার, গোলাগুলিতে উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকা৷ পাক হামলায় প্রাণ হারিয়েছেন বহু ভারতীয় সেনা৷ কিন্তু তাতে গুরুত্ব না দিয়ে ৭২তম স্বাধীনতা দিবসে দু’দেশের সম্পর্কের শীতলতা ভাঙার চেষ্টা করেছিল ভারতীয় সেনা৷ পাকিস্তানি রেঞ্জার্সের হাতে মিষ্টি তুলে দেয় ভারতীয় সেনা৷ পাকিস্তানি রেঞ্জার্সের সঙ্গে হাত মেলায় সেনা৷ শুধু স্বাধীনতা দিবসই নয়৷ সাধারণতন্ত্র দিবস ও ঈদেও ওয়াঘা সীমান্তেও পাকিস্তানি রেঞ্জার্সদের সঙ্গে মিষ্টি বিনিময় করে ভারতীয় সেনা ও বিএসএফ৷ দুই দেশের সম্পর্ক আরও গভীর হোক, এই বার্তা নিয়েই বিশেষ দিনে চলে মিষ্টি বিনিময়ের পালা৷ শুধু ওয়াঘা সীমান্তেই নয়৷ মিষ্টি বিনিময় হয় ভারত-বাংলাদেশের শিলিগুড়ি ফুলবাড়ি সীমান্তে৷ বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবির মধ্যে মিষ্টি বিনিময় হয়৷ সীমান্তে বিএসএফ ও বিজিবি আধিকারিকরা হাত মিলিয়ে সৌজন্যর বার্তা দেয়৷
#Punjab: Pakistan Rangers and BSF exchange sweets at Attari- Wagah border on the occasion of #IndiaIndependenceDay pic.twitter.com/MFI2c33hlf
— ANI (@ANI) August 15, 2018
স্বাধীনতা দিবসে সকালেই লালকেল্লায় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ লোকসভা নির্বাচনের আগে লালকেল্লা থেকে শেষবার বক্তব্য রাখেন তিনি৷ মোদি সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন মোদি৷ ধর্ষণের মতো সামাজিক ব্যাধি থেকে তিন তালাক ইস্যু সবই ছিল মোদির বক্তব্যে৷ শুধু তাই নয় ভারতীয় বিজ্ঞানীদের প্রশংসা করেন মোদি৷ ২০২২-এর মধ্যে মহাকাশে মানুষ পাঠানো হবে বলেও ঘোষণা করেন তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.