Advertisement
Advertisement

পাক সেনার নিশানায় নিরীহ গ্রামবাসীরা, মৃত ২ শিশু

শিশুদের মৃত্যুতে সীমান্ত এলাকায় তীব্র ক্ষোভ।

Pakistan violates ceasefire in Kashmir, 1 killed
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 2, 2017 5:32 am
  • Updated:October 2, 2017 5:33 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের। সোমবার ভোর থেকেই জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে ভারতীয় সেনার ঘাঁটি লক্ষ্য করে প্রবল গোলাবর্ষণ শুরু করেছে পাক রেঞ্জাররা। সেনা সূত্রে খবর, পাক হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে দুই শিশুর। আহত হয়েছেন আরও পাঁচ জন।

#UPDATE: One girl lost her life during ceasefire violation in Digwar sector of J&K’s Poonch. Total 2 dead, 5 injured.

Advertisement

— ANI (@ANI) October 2, 2017
জানা গিয়েছে, এদিন ভোর থেকেই ‘লাইন অফ কন্ট্রোল’ লাগোয়া কেরনি এলাকায় ভারতের সেনাঘাঁটি লক্ষ্য করে মর্টার হামলা শুরু করে পাক বাহিনী। বিনা প্ররোচনায় এই হামলার জবাবে পালটা গোলাবর্ষণ করা হয় ভারতের তরফ থেকেও।  সেনার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, হেভি মর্টার ও আর্টিলারি ব্যবহার করে পাকিস্তানকে কড়া জবাব দেওয়া হয়। ইতিমধ্যে ভারতীয় সেনার হামলায় কেরনি এলাকায় বেশ কয়েকটি পাক সেনাঘাঁটি গুঁড়িয়ে গিয়েছে বলেও খবর। তবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

[নিয়ন্ত্রণরেখায় ‘অপারেশন অর্জুন’ শুরু করল ভারতীয় সেনা]

বছরের শুরু থেকেই বিনা প্ররোচনায় বারংবার ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি ছুড়ছে পাক রেঞ্জাররা। কখনও আবার সীমান্তে টহলরত সেনা জওয়ানদের উপর অতর্কিতে হামলা চালিয়ে শিরচ্ছেদ করেছে। যোগ্য জবাব দিয়েছে ভারতও। কিন্তু বারবার দিল্লির পক্ষ থেকে ইসলামাবাদকে জানানো সত্ত্বেও তারা প্ররোচনা থামায়নি। গত মাসেই, আর এস পুরা এবং রামগড় সেক্টরে মর্টার, অটোমেটিক মেশিনগান ব্যবহার করে হামলা চালায় পাক রেঞ্জাররা। তবে শুধু সরাসরি সংঘর্ষ নয়, পাক স্নাইপারদের চোরাগোপ্তা হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন ভারতীয় জওয়ান।

উল্লেখ্য, ক্রমাগত বেড়ে চলা পাক সেনার হামলা ও স্নাইপারদের আক্রমণের জবাব দিতে গতমাসেই সীমান্তে ‘অপারেশন অর্জুন’  শুরু করে ভারত। এই অপারেশনের আওতায় সেনাকে পর্যাপ্ত গোলাবারুদ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। পাক স্নাইপারদের নিশানা করে ‘টার্গেটেড বম্বিং’ বা পূর্বনির্ধারিত লক্ষ্যে বোমাবর্ষণ  করছে সেনা। বেছে বেছে সেই সব বাড়ি ও দপ্তরকেই নিশানা করা হচ্ছে, যেগুলি পাক রেঞ্জার্স, গোয়েন্দা সংস্থা আইএসআই বা অবসরপ্রাপ্ত পাক সেনাকর্তারা ব্যবহার করেন। ওই বাড়িগুলিকে ঘাঁটি করে ভারতে জঙ্গি অনুপ্রবেশ করাচ্ছে পাকিস্তান। জঙ্গিদের ‘ওয়ার্ক স্টেশন’ হয়ে উঠেছে ওই ঘাঁটিগুলি। সেখান থেকেই মিলছে খাদ্য, প্রযুক্তিগত সাহায্য ও অস্ত্র।

[এবার কানাডায় ‘জঙ্গি’ হামলা, দুষ্কৃতীর ভ্যান পিষে দিল পুলিশের গাড়ি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement