Advertisement
Advertisement

Breaking News

সংঘর্ষ বিরতি লঙ্ঘন

সীমান্তে পাক সেনার গুলি-মর্টার হামলা, প্রাণ হারাল ৫ বছরের শিশু

মুখে শান্তির বার্তা ইমরানের, সীমান্তে জারি সংঘর্ষ বিরতি লঙ্ঘন৷

Pakistan violates ceasefire in Jammu Kashmir's Poonch
Published by: Sayani Sen
  • Posted:April 1, 2019 6:44 pm
  • Updated:April 1, 2019 9:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘনে রেহাই পেল না শিশুও৷ সোমবার জম্মু-কাশ্মীরের পুঞ্চে পাকিস্তানি সেনার গুলি এবং মর্টার হামলায় প্রাণ হারিয়েছে বছর পাঁচের এক শিশু৷ এছাড়াও বেশ কয়েকজন বিএসএফ জওয়ান এবং নিরীহ নাগরিক জখম হয়েছেন৷ হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন প্রত্যেকেই৷

[ আরও পড়ুন: ফের বড়সড় সাফল্য সিআরপিএফের, পুলওয়ামায় নিকেশ চার লস্কর জঙ্গি]

সোমবার দুপুরের পর জম্মু-কাশ্মীরের পুঞ্চের মানকোট এবং কৃষ্ণঘাঁটি সেক্টরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনারা৷ সীমান্তে নির্বিচারে গুলি এবং মর্টার হামলা শুরু হয়৷ পাকিস্তানি সেনার গুলিতে সোবিয়া নামে বছর পাঁচেকের এক শিশুর মৃত্যু হয়েছে৷ ন’জন নিরীহ নাগরিক এবং পাঁচজন বিএসএফ জওয়ান গুরুতর জখম হয়েছেন৷ স্থানীয় হাসপাতালেই আপাতত চলছে যমে-মানুষে টানাপোড়েন৷ এছাড়াও মর্টার হামলায় ছ’টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ রাজৌরিতেও পাক সেনার গোলাগুলিতে জখম হয়েছেন তিন সেনা জওয়ান৷ আহত মহম্মদ শরিফ মাগরে, হানিফা বি, শওকত হোসেন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন৷ তিনজনের অবস্থা বেশ আশঙ্কাজনক৷

Advertisement

[ আরও পড়ুন: কচ্ছপদের চ্যালেঞ্জের মুখে মোদি, বারাণসী থেকে আশ্রয় উঠছে জলচরদের]

স্বাধীনতার পর কাশ্মীর উপত্যকায় সবচেয়ে বড় জঙ্গি হামলার সাক্ষী পুলওয়ামা৷ গত ১৪ ফেব্রুয়ারি সেনা কনভয়ে ঢুকে আত্মঘাতী জইশ জঙ্গির বিস্ফোরক বোঝাই গাড়ির ধাক্কায় শহিদ হয়েছেন চল্লিশেরও বেশি জওয়ান৷ জবাব দিতে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানকে পালটা জবাব দিয়েছে ভারতীয় বায়ুসেনা৷ ভারতীয় বোমারু যুদ্ধবিমান মিরাজ ২০০০-এর হামলায় এক্কেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে পাকিস্তানের বালাকোটের বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি৷ কূটনৈতিক চাপের কাছে মেরুদণ্ড সোজা রাখতে পারেননি পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ সংসদে দাঁড়িয়ে জনপ্রতিনিধিদের সাক্ষী রেখে রীতিমতো শান্তির বার্তা দিয়েছিলেন তিনি৷ কিন্তু তাতে কী? আদতে উপত্যকার পরিস্থিতির কোনও বদল নেই৷ পরিবর্তে প্রতিদিনই সংঘর্ষবিরতি জারি রেখেছে পাকিস্তান৷ সোমবার এক শিশুর প্রাণহানির ঘটনা আরও একবার তারই প্রমাণ দিল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement