Advertisement
Advertisement

‘পাঁচ-সাত বছরেই ভারতের অন্তর্ভুক্ত হবে পাকিস্তান’, দাবি আরএসএস নেতার

‘অখণ্ড ভারত'-এর পক্ষে সওয়াল করলেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার৷

Pakistan to be part of India after 2025: RSS leader Indresh Kumar
Published by: Tanujit Das
  • Posted:March 17, 2019 12:08 pm
  • Updated:March 17, 2019 12:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫-এর পর ভারতের অন্তর্ভুক্ত হবে পাকিস্তান৷ করাচি, রাওয়ালপিণ্ডি, লাহোর, শিয়ালকোটে বাড়ি কিনতে পারবে দেশবাসী৷ এমনই দাবি করলেন আরএসএস-এর শীর্ষ নেতা ইন্দ্রেশ কুমার৷ ইঙ্গিত দিলেন, পাঁচ-সাত বছরের মধ্যে বদলে যাবে দক্ষিণ এশিয়ার মানচিত্র৷

[২৮ বার হেরেও লোকসভায় প্রার্থী হচ্ছেন শ্যামবাবু ]

Advertisement

শনিবার ‘কাশ্মীর-ওয়ে অ্যাহেড’ শীর্ষক একটি অনুষ্ঠানে ‘অখণ্ড ভারত’এর পক্ষে সওয়াল করেন আরএসএসের এই নেতা৷ বলেন, ‘‘৪৭-এর আগে পাকিস্তান ছিল না৷ তখন হিন্দুস্তান ছিল৷ ২০২৫-এর পর আবার সেই হিন্দুস্তান ফিরে আসবে৷ কাশ্মীর ইস্যুতে প্রথমবার শক্ত ভূমিকা নিয়েছে কেন্দ্রের সরকার৷ রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করেই সেনা কাজ করে৷ এখন দিল্লিতে রাজনৈতিক সদিচ্ছার পরিবর্তন ঘটেছে৷ তাই আমরা লাহোরের স্বপ্ন দেখতেই পারি৷ মানস সরবরে যাওয়ার জন্য আমাদের আর চিনের অনুমতি নাও নিতে হতে পারে৷ বাংলাদেশেও আমাদের বন্ধু সরকার রয়েছে৷ ইউরোপীয় ইউনিয়নের মতো ভারতীয় ইউনিয়ন অফ অখণ্ড ভারত তৈরি হতে পারে৷’’ এখানেই শেষ নয়, বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইকের পর বিরোধীদের প্রমাণ চাওয়ার বিষয়টিরও এদিন সমালোচনা করেন আরএসএস নেতা৷ তিনি বলেন, ‘‘সেনার প্রশংসা করতে করতে ওরা প্রমাণ চায়৷ এবং মোদির বিরোধিতা করতে করতে ‘আই লাভ ইউ পাকিস্তান’ বলে বসে৷ এমন ‘গদ্দার’দের জন্য দেশে নয়া আইন আনা প্রয়োজন৷’’

[হিটলারের সঙ্গে মোদির তুলনা করলেন দিগ্বিজয় সিং]

তিনি আরও জানান, সন্ত্রাসবাদের মতো ভয়ংকর বিষয়েও চিন পাকিস্তানকে সমর্থন করছে কারণ, পাকিস্তানের দখল নিতে চায় ওরা৷ এবং ভারত বন্দুক ছাড়াই চিনের বিরুদ্ধে যুদ্ধ জয় করেছে৷ ডোকলাম থেকে চিনা সেনাকে পিছু হটতে বাধ্য করেছে ভারতীয় সেনা৷ সমগ্র বিশ্বের চোখে চিন অপ্রতিরোধ্য হলেও, ভারত পরাজিত করেছে৷ সেকারণেই বেজিং চটে গিয়েছে৷ জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়ারও এদিন সমালোচনা করেন ইন্দ্রেশ কুমার৷ তিনি প্রশ্ন করেন, ‘সংবিধান এক দেশ, এক নাগরিকত্ব ও এক পতাকার কথা বলে৷ তাহলে জম্মু-কাশ্মীরের ক্ষেত্রে আলাদা হবে কেন? যদি সমগ্র দেশে কাশ্মীরিরা যাতায়াত করতে পারে, তবে কেন কাশ্মীরে হিন্দুরা যেতে পারবে না?’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement