প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটের উপকূলে পাক (Pakistan) নৌসেনার গুলিতে মৃত্যু হল এক ভারতীয় মৎস্যজীবীর। রবিবার রাজ্যের ওখায় পাকিস্তানের নৌসেনা গুলি চালায় মৎস্যজীবীদের উপরে। তাতে একজনের মৃ্ত্যু হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ৬ জন মৎস্যজীবীকে অপহরণও করেছে নৌসেনা।
জানা যাচ্ছে, ‘জলপরি’ নামের ওই বোটটিকে আটক করেছেন পাকিস্তান। বোটে থাকা ৬ জনকে অপহরণ করে পাক নৌসেনা।
পাক নৌসেনার এমন আচরণ মোটেই নতুন নয়। এবছরই মার্চ মাসে ১১ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করেছিল তারা। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় দু’টি ট্রলারও। তার আগে গত ফেব্রুয়ারিতে একই ভাবে ১৭ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করে তারা। বাজেয়াপ্ত হয় তিনটি ট্রলার।
এদিকে গত অক্টোবরে পাকিস্তান অভিযোগ করেছিল তাদের জলসীমায় নাকি ভারতীয় সাবমেরিন ঢুকে পড়েছিল। তবে এই অভিযোগকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছিল নয়াদিল্লি। কেন্দ্রের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল, মনোযোগ অন্যদিকে ঘোরাতেই এমন ভিত্তিহীন অভিযোগ করছে ইসলামাবাদ। কাশ্মীরে পাক জঙ্গিদের হামলা, বেআইনি অনুপ্রবেশ ও আফগানিস্তানের পরিস্থিতির মতো নানা ইস্যু থেকে সকলের নজর ঘোরাতেই সাবমেরিন ঢোকার মতো অভিযোগ করা হচ্ছে বলে জানিয়ে দিয়েছিল ভারত।
ভারতের দাবি যে অমূলক নয়, তা পরিষ্কার হয়ে যায় জিপিএস সংক্রান্ত তথ্য থেকেই। তাতে দেখা গিয়েছে করাচি থেকে প্রায় ১৪০-১৫০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল সেটি। তা আন্তর্জাতিক জলসীমার অন্তর্ভুক্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.