Advertisement
Advertisement

Breaking News

‘পাকিস্তান মুর্দাবাদ’ স্লোগানে শহিদ সুশীল কুমারের শেষকৃত্য

শেষযাত্রায় বিরাট মিছিল করেন স্থানীয়রা৷ সেই শোকযাত্রায় উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগান৷

 'Pakistan Murdabad' slogans raised at the funeral procession of BSF jawan Sushil Kumar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 25, 2016 1:46 pm
  • Updated:January 10, 2020 3:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে প্রাণ দিয়েছেন তিনি৷ পাকিস্তানের সীমান্ত চুক্তি লঙ্ঘনের কারণেই শহিদ হতে হয়েছে বিএসএফ হেড কনস্টেবল সুশীল কুমারকে৷ আর তাই তাঁর শেষযাত্রায় উঠল ‘পাকিস্তান মুর্দাবাদ’ স্লোগান৷

জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন চলছেই৷ পাক রেঞ্জার্সদের আক্রমণেই শহিদ হয়েছিলেন জওয়ান গুরনাম সিং৷ আর এস পুরায় এরকমই এক সংঘর্ষে মারাত্মক জখম হয়েছিলেন বিএসএফ হেড কনস্টেবল সুশীল কুমারও৷ বুকে বুলেট লেগেছিল তাঁর৷ হাসপাতালে নিয়ে এলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ জম্মুর বিএসএফ ক্যাম্পে শহিদকে শ্রদ্ধা জানানো হয়৷ এরপর তাঁর মরদেহ নিয়ে আসা হয় জন্মস্থান কুরুক্ষেত্রে৷ সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর৷ শেষযাত্রায় বিরাট মিছিল করেন স্থানীয়রা৷ সেই শোকযাত্রায় উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগান৷

Advertisement

এর আগেও বহু শহিদের পরিবার পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে৷ পাকিস্তানকে সমুচিত জবাব দিতে প্রশাসনের কাছে আর্জিও জানিয়েছেন শহিদের আত্মীয়রা৷ তবে সুশীল কুমারের শেষযাত্রায় যেভাবে পাকিস্তান মুর্দাবাদ স্লোগান উঠল তা বেশ চমকপ্রদ৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement