সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুবাইয়ে হানিমুনে গিয়ে ভাড়া গাড়িতে ঘনিষ্ঠ কিছু মুহূর্ত কাটিয়েছিলেন এক ভারতীয় দম্পতি৷ তাঁদের অলক্ষেই তা ক্যামেরাবন্দি করেছিল এক পাকিস্তানি চালক৷ শুধু তাই নয়, সেই ভিডিও নিয়ে রীতিমতো ব্ল্যাকমেল করাও শুরু করেছিল৷ অভিযোগ পেয়ে দুবাই পুলিশ গ্রেফতার করল ওই চালককে৷
দিন চারেকের জন্য হানিমুনে দুবাই গিয়েছিলেন এক ভারতীয় দম্পতি৷ বেড়াতে বেরিয়ে একটি লিমোজিনে চাপেন তাঁরা৷ গাড়ির মধ্যেই বেশ অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছিলেন তাঁরা৷ কিন্তু তখনও জানতেন না সে মুহূর্তের দাম তাঁদের কীভাবে চোকাতে হবে৷ গাড়ি ছেড়ে হোটেলে পৌঁছনোর কিছুক্ষণ পরই ওই যুবকের মোবাইলে একটি ভিডিও আসে৷ দেখা যায়, গাড়ির মধ্যে তাঁদের অন্তরঙ্গতার মুহূর্ত ক্যামেরাবন্দি করে পাঠিয়েছেন কেউ৷ এ যে চালকেরই কীর্তি তা বুঝতে অসুবিধা হয়নি৷ কেন এরকম করলেন চালক তার দাবিতেই খোলসা হয় আসল উদ্দেশ্য৷ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়৷ অন্যথায় মোটা অঙ্কের অর্থ দাবি করা হয়৷ এখানেই শেষ নয়, ফোন করে ওই যুবককে চালক জানায়, টাকা দিতে না পারলে যেন তাঁর স্ত্রীকে দিয়ে দেয় যুবক৷ বেগতিক দেখে এক বন্ধুর দ্বারস্থ হন যুবক৷ বন্ধু ভারতীয় হলেও দীর্ঘদিন তিনি দুবাইয়ে বসবাস করছেন৷ বন্ধুর কথাতেই চালককে হোটেলের সামনে টাকা নিতে আসতে বলে ভারতীয় যুবক৷ ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ জানিয়ে এসেছিলেন তাঁরা৷ কথামতো টাকা আনতে এসে পুলিশের জালে ধরা পড়ে পাকিস্তানি চালকটি৷
শ্লীলতাহানি, ব্ল্যাকমেল এবং সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের অভিযোগে পুলিশ গ্রেফতার করে ওই চালককে৷ ধরা পড়ে নিজের দোষ স্বীকারও করেছে চালক৷ জানিয়েছে, মোবাইল ক্যামেরা দিয়েই এ কাজ করেছিল সে৷ এই প্রথমবার নাকি আরও অনেক দম্পতিকে এভাবে ফাঁসিয়েছে ওই চালক, তার তদন্তে নেমেছে পুলিশ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.