Advertisement
Advertisement

ছদ্মবেশ ভারতীয় ম্যাট্রিমোনিয়াল সাইটে হানা দিচ্ছে পাকিস্তানিরা

চাঞ্চল্যকর অভিযোগ পুলিশের কাছে৷

Pakistan man disguises as Indian on matrimonial site
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 19, 2018 1:29 pm
  • Updated:July 19, 2018 1:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মপরিচয় গোপন করে, ভারতীয়ের ছদ্মবেশে বিভিন্ন ম্যাট্রিমোনিয়াল সাইটে থাবা বসাচ্ছে পাক নাগরিকরা৷ এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল নাগপুরের এক মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে৷ ভারসোভা থানায় দায়ের করা অভিযোগে মহিলা জানিয়েছেন কেবল পরিচয় গোপন করাই নয়, অভিযোগকারিনী বিয়ের প্রস্তাব নাকজ করায় তাঁকে দেওয়া হয়েছে প্রাণনাশের হুমকি৷

[গান্ধী জয়ন্তীর সার্ধশতবর্ষে বন্দিদের জন্য কল্পতরু কেন্দ্র]

Advertisement

পুলিশকে দেওয়া বয়ানে ওই মহিলা জানিয়েছেন, কয়েক মাস আগে একটি ম্যাট্রিমোনিয়াল সাইটের মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়৷ ওই ব্যক্তি নিজেকে নাগপুরের বাসিন্দা বলে পরিচয় দেয় এবং জানায়, সে পেশায় ডাক্তার ও কর্মসূত্রে এখন লন্ডনে থাকে৷ চাকরির মেয়াদ কয়েকদিনের মধ্যেই শেষ হলে সে ভারতে ফিরে আসবে৷ মহিলা আরও জানান, কথার মাধ্যমে তাঁর বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিত ওই ব্যক্তি৷ কিন্তু বিষয়টি সন্দেহজনক হওয়ায় তিনি এড়িয়ে যেতেন, তেমন একটা কথা বলতেন না৷

[রাজধানীকে রক্তাক্ত করতে তৈরি জইশ, হাই অ্যালার্ট দিল্লিতে]

মহিলার সন্দেহ আরও দানা বাঁধে, একদিন হঠাৎ করে কর্মরত হাসপাতালের পরিচয় পত্র ঝুলিয়ে ম্যাট্রিমোনিয়াল সাইটে ওই ব্যক্তি একটি ছবি পোস্ট করলে৷ সন্দেহর বশে ওই লন্ডনে ওই হাসপাতালে ফোন করেন মহিলা৷ জানতে পারেন, উক্ত ব্যক্তি ওই হাসপাতালের কর্মী নন৷ এরপর আই কার্ডে দেওয়া ছবিটির স্টুডিওর নম্বর যোগার করে সেখানেও ফোন করেন মহিলা৷ তখন ফাঁস হয় ব্যক্তির আসল পরিচয়৷ মহিলার অভিযোগ, ফোনের ওপাড় থেকে স্টুডিওর মালিক তাঁকে জানায়, ম্যাট্রিমোনিয়াল সাইটের ব্যক্তিটি আদতে পাক নাগরিক, সে বিবাহিত এবং তিনটি সন্তান রয়েছে৷ তখনই মহিলা বুঝতে পারেন যে, তিনি প্রতারণার ফাঁদে পড়েছেন৷ তাঁর সংযোজন, এরপরেও দমেনি ওই ব্যক্তি৷ আসল পরিচয় সামনে চলে আসায় এবং অভিযোগকারিনী বিয়ের প্রস্তাব নাকচ করে দেওয়ায় তাঁকে প্রাণনাশের হুমকি দিতে শুরু করে সে৷ কোনও উপায় না পেয়ে, নিরাপত্তার দাবিতে অবশেষে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement