Advertisement
Advertisement

Breaking News

‘মুখোমুখি যুদ্ধে জিততে পারবে না জেনেই চোরাগোপ্তা হামলা চালায় পাকিস্তান’

"উরিতে হামলার কী জবাব দিয়েছিল ভারত, যেন ভুলে না যায় পাকিস্তান৷"

Pakistan knows it can't fight war against India and win: Javadekar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 15, 2017 5:08 am
  • Updated:May 15, 2017 5:18 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “পাকিস্তান বিলক্ষণ জানে, যে ভারতের সঙ্গে যুদ্ধে জিততে পারবে না৷” সম্প্রতি এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাওড়েকর৷ তাই সরাসরি যুদ্ধে না জড়িয়ে চোরাগোপ্তা হামলা চালায় ইসলামাবাদ, বলেও মন্তব্য করেন জাওড়েকর৷

তিনি বলেন, “এই বিষয়ে কোনও দ্বিমত নেই যে পাকিস্তানের নিজেদের ক্ষমতা সম্পর্কে সম্যক জ্ঞান রয়েছে৷ তারা জানে যে ভারতের সঙ্গে প্রথাগত যুদ্ধে জড়িয়ে পড়লে হারতে হবে৷ আর তাই সীমান্তে প্রহরারত জওয়ানদের উপর নৃশংসভাবে হামলা চালায় পাকিস্তান৷ এটাই ওদের রণকৌশল৷” আন্তর্জাতিক মহলেও পাকিস্তান কোণঠাসা হয়ে পড়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷

Advertisement

[পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মীরের যুব সম্প্রদায়কে একজোট হওয়ার ডাক সেনাপ্রধানের]

সম্প্রতি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় টহলরত জওয়ানদের বিরুদ্ধে তীব্র মর্টার ও গোলাগুলি বর্ষণ করে পাক রেঞ্জার্স৷ সেই প্রসঙ্গেই এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন জাওড়েকর৷ গত কয়েকদিন ধরেই পাক সেনা নিয়ন্ত্রণরেখার কাছে রাজৌরি-সহ একাধিক এলাকায় তীব্র গুলিবর্ষণ করছে৷ বিনা প্ররোচনায় পাক সেনার হামলায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন তিনজন৷ জাওড়েকর বলছেন, পাকিস্তানকে ভুলে গেলে চলবে না উরি হামলার কী জবাব দিয়েছিল ভারত৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করে মন্ত্রী আরও বলেন, একজন শহিদেরও মৃত্যু বিফলে যাবে না৷ পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হবে৷

[পাক অনুপ্রবেশকারীকে গুলি করে মারল বিএসএফ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement