Advertisement
Advertisement

এবার জলপথে ভারতে হামলার ছক কষছে পাকিস্তান, দাবি নৌসেনা প্রধানের

উপকূলরক্ষী বাহিনীকে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি৷

 Pakistan is planning to attack through sea

উপকূলরক্ষী বাহিনীকে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি৷

Published by: Tanujit Das
  • Posted:March 5, 2019 3:24 pm
  • Updated:March 5, 2019 3:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে অতন্দ্র প্রহরায় রয়েছে ভারতীয় সেনা জওয়ানরা৷ আকাশপথেও সীমান্ত টপকানো মুশকিল৷ তাই ভারতের রক্ত ঝরাতে বদ্ধপরিকর পাকিস্তান এবার জলপথে ভারতের হামলার ষড়যন্ত্র করছে৷ মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর দাবি করলেন নৌসেনা প্রধান সুনীল লাম্বা৷ ইসলামাবাদের এই ছক ভেস্তে দিতে উপকূলরক্ষী বাহিনীকে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি৷

[পুলওয়ামার হামলা ‘দুর্ঘটনা’, ফের বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের ]

Advertisement

সূত্রের খবর, ভারতের উপর বড়সড় হামলার লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে পাক নৌসেনা৷ এবং সেদেশে গজিয়ে ওঠা জঙ্গি সংগঠনগুলি৷ এর আগে ১৯৭১-এ ইন্দো-পাক যুদ্ধের সময়ও ভারতে নাশকতার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে পৌঁছে গিয়েছিল পাক নৌসেনার সাবমেরিন পিএনএস গাজি৷ কিন্তু ভারতীয় নৌবাহিনীর অতন্দ্র প্রহরা টপকাতে পারেনি তারা৷ ভারতের মারে ভেস্তে গিয়েছিল পাকিস্তানের সেই ছক৷ এরপর মুম্বই হামলার সময়ও জলপথেই ভারতে প্রবেশ করেছিল পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা৷ জানা গিয়েছে, এবার পূর্বের চেয়েও ভয়ংকর কিছু ষড়যন্ত্র কষছে পাক সেনা ও আইএসআই৷ যা রুখে দিতে বদ্ধপরিকর ভারত৷ ইতিমধ্যে দেশের পশ্চিম উপকূলে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে নৌসেনা৷ সূত্রের খবর, পুলওয়ামায় ভারতীয় সেনা জওয়ানদের উপর নারকীয় হামলার পর আরও কঠোর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে দেশের উপকূল ভাগকে৷ পশ্চিমাংশের পাশাপাশি, সমস্ত অন্য উপকূলের রক্ষীদেরও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ ভারতীয় জলসীমায় কোনও সন্দেহজনক গতিবিধি নজরে এলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে নৌসেনাকে৷ জলপথে নজরদারি বাড়িয়েছে নৌসেনা৷

[মাসুদের পর এবার দাউদ ইস্যুতে পাকিস্তানকে কোণঠাসা করার প্রস্তুতি ভারতের]

মঙ্গলবার ভারতীয় নৌসেনা ও ন্যাশনাল মেরিটাইম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন নৌসেনা প্রধান৷ সেখানে পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের উপর ঘটে যাওয়া নাশকতার প্রসঙ্গ টেনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দেন তিনি৷ বলেন, ‘‘অতি দ্রুততার সঙ্গে সন্ত্রাসবাদ তার বীজ সমগ্র বিশ্বে ছড়িয়ে দিচ্ছে৷ এখন বিশ্বের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে সন্ত্রাসবাদ৷ এদের বিরুদ্ধে ক্রমাগত লড়াই করে চলেছে ভারত৷ যেকোনও মূল্যে সন্ত্রাসবাদকে নিমূল করতে ভারত বদ্ধপরিকর৷’’ এরপরই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্বের সমস্ত শক্তিধর দেশকে স্বাগত জানান তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement