ছবি: প্রতীকী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের (J&K) রাজৌরিতে (Rajouri) ঢুকে পড়া পাক ড্রোনকে (Drone) গুলি করে নামাল ভারতীয় সেনা। বুধবার রাতে আকাশে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ঢুকে পড়া এক সন্দেহজনক উড়ন্ত বস্তু ধরা পড়ে রাডারে। এরপরই সেই ড্রোনটিকে গুলি করে নামায় ভারতীয় সেনা। জানা গিয়েছে, ওই ড্রোনে টাকা ও অস্ত্রশস্ত্র ছড়ানোর চেষ্টা করা হচ্ছিল।
সেনা সূত্রে জানানো হয়েছে, ১৩১ রাউন্ড গুলি, পাঁচটি একে-৪৭-এর ম্যাগাজিন, নগদ ২ লক্ষ টাকা ও একটি সিল করা প্যাকেট উদ্ধার করা হয়েছে ড্রোন। এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানিয়েছে সেনা।
সাম্প্রতিককালে পাঞ্জাব, জম্মু-সহ একাধিক পাক সীমান্ত (Pakistan Border) দিয়ে একের পর এক ড্রোন হামলা (Drone Attack) হয়েছে ভারতীয় ভূখণ্ডে । বহু ক্ষেত্রে সেইসব ড্রোনগুলিকে গুলি করে নামিয়েছে সেনা। আগেই জম্মুতে বড়সড় ড্রোন হামলার ঘটনায় রাষ্ট্রসংঘে নালিশ জানিয়েছিল দিল্লি। এরই পাশাপাশি ড্রোনের মাধ্যমে টাকা ও অস্ত্র ছড়িয়ে জঙ্গিদের হামলার রসদ জোগানোর অভিযোগেও ড্রোন নামানোর ঘটনা ঘটেছে। কেবল অস্ত্রশস্ত্র ও অর্থই নয়, হেরোইন পাচারের কাজেও ড্রোনকে ব্যবহার করার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। এই ধরনের ষড়যন্ত্র রুখতে মরিয়া সেনা সব সময়ই কড়া নজরদারি চালায় সীমান্তে। তারই ফলশ্রুতি ভেস্তে দেওয়া গেল সাম্প্রতিক মতলবটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.