Advertisement
Advertisement

Breaking News

ভারতীয় সেনার ভয়ে জঙ্গিঘাঁটি সরাচ্ছে পাকিস্তান

কুপওয়ারায় ফের গুলির লড়াই শুরু৷

Pakistan distances its militant base camp for the fear of Indian Army
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 23, 2016 4:02 pm
  • Updated:September 23, 2016 4:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও সময় আঘাত হানবে ভারত৷ সেই চাপেই পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা থেকে নিজেদের ঘাঁটি সরিয়ে নেওয়ার কাজ শুরু করে দিল পাক জঙ্গিরা৷ ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি ও আগ্রাসী মনোভাব দেখেই পিছু হটতে শুরু করেছে তারা৷ কাশ্মীরের উরি সেক্টরের সেনা ছাউনিতে জঙ্গিহানার পাল্টা জবাব যে এতটা ভয়াবহ হতে পারে আন্দাজ করতে পারেনি পাকিস্তান৷ ইতিমধ্যেই ভারতীয় সেনারা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ২০ জঙ্গিকে নিকেশ করেছে৷ জঙ্গিরা কোন জায়গায় ঘাঁটি গেড়ে রেখেছে সেই তথ্য ভারতের কাছে রয়েছে৷ সেনাবাহিনী হামলা করলে নিমেষে এইসব ঘাঁটিগুলি গুঁড়িয়ে দিতে পারবে৷ এমনকী কীভাবে এই হামলা চালানো হবে তা সাউথ ব্লকের ওয়াররুমের কম্পিউটারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখিয়েছেন সেনাকর্তারা৷ ভারত বিপুল শক্তি নিয়ে আক্রমণ করলে জঙ্গিরা যে লড়াইয়ে টিকতে পারবে না তা বুঝতে পেরেই ঘাঁটি থেকে অস্ত্রসম্ভার সরানোর কাজ শুরু করেছে পাক জঙ্গিরা৷ অন্যদিকে ইসলামাবাদকে সবদিক থেকে চাপে ফেলতে সিন্ধু জলচুক্তি বাতিলের কথা ভাবছে নয়াদিল্লি৷ এই চুক্তি বাতিল হলে জল সংকট হবে পাকিস্তানে৷

১৯৬০ সালে পাক প্রেসিডেন্ট আয়ুব খানের সঙ্গে সিন্ধু জলচুক্তি করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু৷ চুক্তি অনুযায়ী, সিন্ধুর শাখানদী শতদ্রু, ইরাবতী ও বিতস্তার জল ভারত ব্যবহার করবে৷ পাকিস্তান ব্যবহার করবে ঝিলম, সিন্ধু ও চন্দ্রভাগা নদীর জল৷ কিন্তু এই তিনটি নদীর উৎসস্থলই ভারতে৷ তাই নদীর জলবন্টন ভারত আটকে দিলে শুকিয়ে যাবে নওয়াজ শরিফের দেশ৷ কারণ পাকিস্তানে ৮০ শতাংশ জল পাওয়া যায় ঝিলম, সিন্ধু ও চন্দ্রভাগা নদী থেকে৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ চুক্তি বাতিলের ইঙ্গিত দিয়ে বৃহস্পতিবার বলেন, “একদিক থেকে সবসময় ভাল ব্যবহার করলে তা বেশিদিন ঠিক থাকে না৷ এ ধরনের চুক্তি পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার উপর নির্ভরশীল থাকে৷”

Advertisement

পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা থেকে জঙ্গিদের একাংশ ঘাঁটি বদলের কাজ করলেও আর একটি দল কাশ্মীরের বিভিন্ন সেক্টর দিয়ে লাগাতার অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ সেনাবাহিনী সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে কেরন সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা৷ সেনাবাহিনী তাদের দেখতে পেয়েই গুলি চালায়৷ দীর্ঘক্ষণ দু’পক্ষের লড়াই চলে৷ এদিন আবার কুপওয়ারা থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে বিএসএফ৷ সন্দেহজনক গতিবিধি দেখে জম্মুর আখনুর সেক্টরে আইএসআই চর সন্দেহে এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে৷ সিন্ধুচুক্তি বাতিল করে জল আটকানোর পাশাপাশি কূটনৈতিক স্তরেও পাকিস্তানকে কোণঠাসা করছে ভারত৷ ইতিমধ্যেই রাষ্ট্রসংঘে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জবাবে সে দেশকে সন্ত্রাসবাদীদের মদতদাতা রাষ্ট্র বলে উল্লেখ করে কড়া ভাষায় আক্রমণ করেছেন ভারতীয় প্রতিনিধি৷ ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানও৷ ইসলামাবাদের আকাশে চার-পাঁচটি এফ ১৬ যুদ্ধবিমান উড়তে দেখা গিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement