Advertisement
Advertisement

Breaking News

Pakistan

‘যোগ্য জবাব দেওয়া হবে’, সেনা মৃত্যুর ঘটনায় পাকিস্তানকে হুঁশিয়ারি এমএম নারাভানের

কাশ্মীরিদের বন্ধু বলেও কেন খুন করা হচ্ছে, ইমরানের সরকারের কাছে প্রশ্ন তাঁর।

Pakistan claims to be friend of Kashmiris, what sort of friend resorts to killing and terror

ফাইল ফটো

Published by: Soumya Mukherjee
  • Posted:May 4, 2020 6:37 pm
  • Updated:May 4, 2020 6:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধু বলে দাবি করার পরেও কাশ্মীরিদের কেন খুন করছে পাকিস্তান? কেন কাশ্মীরে সন্ত্রাস চালাচ্ছে? কুপওয়ারা জেলার হান্দেওয়ারায় ঘটে যাওয়া সেনা ও জঙ্গিদের গুলির লড়াই সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এই প্রশ্ন করলেন ভারতীয় সেনাপ্রধান এমএম নারাভানে। পাশাপাশি গতকাল যে ঘটনা ঘটেছে উপযুক্ত সময়ে পাকিস্তানকে তার যোগ্য জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সোমবার এপ্রসঙ্গে তিনি বলেন, ‘করোনা নিয়ে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করেছিল পাকিস্তান। তখনই তাদের নিচুমনের পরিচয় পাওয়া গিয়েছিল। এখনও যেভাবে পাকিস্তান অনুপ্রবেশ করানোর চেষ্টা করছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে করোনার ফলে সেখানে সৃষ্টি হওয়া পরিস্থিতির সঙ্গে লড়াই করতে ইচ্ছুক নয় তারা। তারা নিজেদের কাশ্মীরিদের বন্ধু বলে দাবি করে। আমি তাদের প্রশ্ন করতে চাই, কাশ্মীরে নাশকতা চালিয়ে ও সেখানকার বাসিন্দাদের মেরে কী ধরনের বন্ধুত্বের পরিচয় দিচ্ছে তারা?’

Advertisement

[আরও পড়ুন: ৩৬ শতাংশ সংস্থা আটকাচ্ছে কর্মীদের বেতন, লকডাউনে থমকে পদোন্নতিও ]

দীর্ঘদিন ধরে পাকিস্তানের জন্য এই অঞ্চলের শান্তি বিঘ্নিত হচ্ছে। তাই তারা যতদিন না সন্ত্রাসবাদীদের মদত দেওয়া বন্ধ করছে ততদিন ভারতের তরফে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে জানান ভারতীয় সেনাপ্রধান। পাঁচ সেনাকর্মীর আত্মবলিদান ব্যর্থ হবে না বলে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘অভিযানের সময় কমান্ডিং অফিসার কর্নেল আশুতোষ শর্মা সামনে থেকে নেতৃত্বে দিয়ে প্রচুর ক্ষয়ক্ষতি আটকেছেন। তাঁর ও বাকি চারজন শহিদের আত্মবলিদান বৃথা যাবে না। উপযুক্ত সময়ে যোগ্য জবাব পেয়ে যাবে জঙ্গিদের মদতদাতারা।’

[আরও পড়ুন: বেআইনিভাবে গিলগিট-বাল্টিস্তানে নির্বাচনের নির্দেশ! পাকিস্তানকে হুঁশিয়ারি নয়াদিল্লির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement