সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের (Pakistan) অভিযোগ ছিল, ভারত নাকি ভুয়ো তথ্য ছড়াচ্ছে। এবার সেই অভিযোগকে উড়িয়ে পালটা আক্রমণ করল ভারত। জানিয়ে দিল, ভুয়ো তথ্য ও খবর (Fake news) ছড়ানোর সেরা উদাহরণের কথা বলতে হলে ভারতের প্রতিবেশী দেশের কথাই বলতে হবে।
পাক প্রধানমন্ত্রী ইমরান খান আগেই ভারতের বিরুদ্ধে ভুয়ো সংবাদ সংস্থার সাহায্যে মিথ্যে খবর ছড়ানোর অভিযোগ এনেছিলেন। এই নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ভুয়ো তথ্য সংক্রান্ত এক গবেষণাগারের রিপোর্ট তুলে ধরে দিল্লিকে কাঠগড়ায় তোলেন তিনি। একই ধরনের অভিযোগ করেছিলেন পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিও। সমস্ত অভিযোগ শুক্রবার উড়িয়ে দিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের (Ministry of External Affairs) মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব।
তিনি দাবি করেন, দায়িত্বশীল গণতান্ত্রিক এক দেশ হিসেবে ভারত কখনওই কোনও ধরনের ভুয়ো তথ্য ছড়ায় না। তাঁর কথায়, ‘‘সত্যি বলতে কী, আপনারা যদি ভুয়ো তথ্যের কথাই বলেন, এর সেরা উদাহরণ হল প্রতিবেশী দেশটি। তারা নিয়মিত রং চড়ানো সব তথ্য আর ভুয়ো খবর ছড়িয়েই চলেছে।’’
পাকিস্তানের অভিযোগকে নস্যাৎ করার পাশাপাশি তাদের পালটা অভিযোগে বিদ্ধ করেন অনুরাগ। তিনি পরিষ্কার করে দেন, ভুয়ো তথ্য ছড়ানোর কাজ তারাই করে যারা ওসামা বিন লাদেনকে লুকিয়ে রাখে। কিংবা ২৬/১১ মুম্বই হামলার চক্রান্তকারী হিসেবে নিজেদের ভূমিকা সকলের আড়ালে রাখতে চায়। প্রসঙ্গত, সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগেই এফএটিএফের (FATF) ধূসর তালিকায় ঢুকতে হয়েছে ইসলামাবাদকে। জঙ্গিদের ‘আশ্রয়দাতা’ পরিচয় লুকোতে বারবার নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে অস্বীকার করার চেষ্টা করেছে তারা। পালটা দেওয়ার সময় সেই অভিযোগই নতুন করে তুলে ধরে চাপ বজায় রাখল ভারত।
ক’দিন আগেই পাক মিডিয়ায় দাবি করা হয়েছিল, ভারত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে আক্রমণ চালাতে পারে। এদিন সেপ্রসঙ্গে অনুরাগ বলেন, এই ধরনের প্রোপাগান্ডা নিয়ে কথা বলার অর্থ, তাকে অহেতুক গুরুত্ব দেওয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.