Advertisement
Advertisement

লস্কর টার্গেটে বারাণসী, মোদির লোকসভা কেন্দ্রে বড়সড় নাশকতার ছক জঙ্গিদের

সূত্রের খবর, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গে মডিউল তৈরির ছক কষছে লস্কর৷

Pakistan-based LeT plotting major attack in Varanasi
Published by: Tanujit Das
  • Posted:August 28, 2019 10:13 am
  • Updated:August 28, 2019 10:13 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লস্কর জঙ্গিদের টার্গেটে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারাণসী৷ গোয়েন্দা সূত্রে খবর, বড়সড় নাশকতা ঘটানোর উদ্দেশে ইতিমধ্যে মন্দির শহরে রেইকি করে গিয়েছে লস্কর জঙ্গি উমর মাদনি৷ এক নেপালী সঙ্গীকে নিয়ে মে মাসের চারদিন সেখানে থাকে সে৷ এবং লস্করের মডিউল তৈরির চেষ্টা করে৷ লস্করের নেটওয়ার্ক বিস্তারের জন্য বিভিন্ন জনের সঙ্গে দেখা করে সে৷ মগজধোলাই করে যুবকদের নিজেদের মডিউলে সামিল করার চেষ্টা করে৷

[ আরও পড়ুন: কৃষ্ণের মতো বাঁশি বাজালে গরু অনেক বেশি দুধ দেয়, নয়া তত্ত্ব বিজেপি বিধায়কের ]

Advertisement

জানা গিয়েছে, কেবল বারাণসী নয় ফইজাবাদ, গোরক্ষপুরের মতো উত্তরপ্রদেশের একাধিক শহর, এমনকী কলকাতায় এসেও রেইকি করেছে উমর৷ এ রাজ্যের সীমান্তবর্তী এলাকায় লস্করের মডিউল তৈরির চেষ্টায় রয়েছে এই জঙ্গি৷ গোয়েন্দার জানিয়েছে, মে মাসের ৭ তারিখ থেকে ১১ তারিখ বারাণসীতে ছিল উমর ও তার নেপালী সঙ্গী৷ সেখানার এক জনবহুল এলাকায় ঘর ভাড়া নেয় তারা৷ এরপর এই চারদিনের মধ্যে প্রায় গোটা বারাণসী চষে বেড়ায়৷ দেখা করে একাধিক জনের সঙ্গে৷ গোপনে নিজেদের নাশকতার পরিকল্পনাকে কার্যকর করার চেষ্টা করে৷ গোয়েন্দারা জানিয়েছেন, এই চারদিনের মধ্যে একাধিক যুবকের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে দুই জঙ্গিকে৷ আর এই থেকে তদন্তকারীদের অনুমান, যুব সমাজকেই টার্গেট করেছে এরা৷ এবং এদের মাধ্যমেই জেহাদের বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে লস্কর৷

[ আরও পড়ুন: বিধানসভায় পর্ন দেখে ‘বিখ্যাত’ বিধায়ককেই উপমুখ্যমন্ত্রী করলেন ইয়েদুরাপ্পা ]

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, এই সতর্কতার পর বারাণসীর নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে৷ মন্দির শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ ভাবে নজরদারি চালান হচ্ছে৷ একই ভাবে সতর্ক করা হয়েছে উত্তর ভারতের কয়েকটি রাজ্যকেও৷ বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় নজরদারি চালাতে বলা হয়েছে এ রাজ্যকে৷ কিন্তু এখন প্রশ্ন উঠছে কীভাবে ভারতের প্রবেশ করল উমর মাদনি? এবং কেন তাকে পাকড়াও করা যাচ্ছে না? গোয়েন্দার জানিয়েছেন, নেপাল হয়ে ভারতের প্রবেশ করেছে এই লস্কর জঙ্গি৷ এবং তাকে এখনও ধরতে না পারার একমাত্র কারণ, বারবার তার স্থান পরিবর্তন করা৷ তবে শীঘ্রই এই বিষয়ে সাফল্য পাওয়া যাবে বলেও আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement