Advertisement
Advertisement
ইমরান

শুধু রাহুল নয়, কাশ্মীর ইস্যুতে দুই বিজেপি নেতার মন্তব্যকেও হাতিয়ার করছে পাকিস্তান

রাষ্ট্রসংঘে পাকিস্তানের করা নালিশে ব্যবহার করা হয়েছে দুই বিজেপি নেতার মন্তব্য।

Pakistan banks on BJP leaders comments over Kashmir in UN
Published by: Subhajit Mandal
  • Posted:August 29, 2019 3:49 pm
  • Updated:August 29, 2019 4:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পাশাপাশি বিজেপি নেতাদের মন্তব্যকেও হাতিয়ার করছে পাকিস্তান। রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের করা যে নালিশ নিয়ে এই মুহূর্তে সরগরম জাতীয় রাজনীতি। সেই অভিযোগপত্রে রাহুল গান্ধীর পাশাপাশি নাম রয়েছে দুই শীর্ষ বিজেপি নেতারও। পাকিস্তান রাষ্ট্রসংঘে নালিশ করার জন্য দেশের অন্যতম বিরোধী মুখ রাহুল গান্ধীর মন্তব্যকে হাতিয়ার করেছে। যা নিয়ে রীতিমতো সরগরম জাতীয় রাজনীতি। অথচ, পাকিস্তানের অভিযোগপত্রে নাম রয়েছে শীর্ষ দুই বিজেপি নেতারও। একজন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার। অপরজন, উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক বিক্রম সাইনি।

[আরও পড়ুন: ‘কাশ্মীর কোনওদিনই তোমাদের ছিল না, অযথা কাঁদছ কেন’, পাকিস্তানকে কটাক্ষ রাজনাথের]

উল্লেখ্য, ৩৭০ ধারা বিলোপের পর গেরুয়া শিবিরের এই দুই নেতাই কাশ্মীরি মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের খাটৌঁলির বিধায়ক বিক্রম সিং সাইনি বলেন, ‘দলের কর্মীরা উৎফুল্ল, বিশেষ করে যাঁরা অবিবাহিত। এবার ফরসা কাশ্মীরি মেয়েদের সঙ্গে তাঁদের বিয়ে দেওয়া যাবে। আগে ভিনরাজ্যে বিয়ে করলে কাশ্মীরি মহিলারা নাগরিকত্ব খোয়াতেন। তাঁদের উপর অনেক অত্যাচার হত। কাশ্মীরের বিশেষ মর্যাদা না থাকায় এবার সেসব সমস্যা থেকে মুক্তি পাবেন কাশ্মীরি মহিলারা।’ অন্যদিকে, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার বলেন, “আমাদের মন্ত্রী ওপি ধনকর মাঝে মাঝে বলতেন, আমরা বিহার থেকে বউমা আনব। কিন্তু, আজকাল তো লোকে বলছেন, কাশ্মীরের রাস্তা খুলে গিয়েছে। এখন আমরা কাশ্মীর থেকেও মেয়েদের আনতে পারব।”

Advertisement

[আরও পড়ুন: জাতীয় ক্রীড়া দিবসে ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’ শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি]

পাকিস্তান দুই বিজেপি নেতার এই দুই মন্তব্যকে হাতিয়ার করেছে। বিজেপি নেতাদের এই লিঙ্গবৈষম্যমূলক মন্তব্যকে হাতিয়ার করে পাক কূটনীতিকরা দাবি করছেন, কাশ্মীরি মেয়েদের পণ্য হিসেবে গণ্য করছে ভারত। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, রাহুল গান্ধীর পাশাপাশি এই দুই বিজেপি নেতার বক্তব্যকেও ‘কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে’, এটা প্রমাণ করার অন্যতম অস্ত্র হিসেবে দেখছে পাকিস্তান। উল্লেখ্য, রাষ্ট্রসংঘে করা নালিশে পাকিস্তান রাহুলের নাম ব্যবহার করার পরই কংগ্রেস নেতা প্রকাশ্যে পাকিস্তানকে তুলোধোনা করেন। সাফ জানিয়ে দেন, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে পাকিস্তানের হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই।যদিও, বিজেপির এই দুই নেতা এখনও কোনও মন্তব্য করেননি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement