Advertisement
Advertisement

আর রাখঢাক নয়, এবার প্রকাশ্যেই ভারতকে হুমকি পাক সেনাপ্রধানের

হুমকির পর ৯০০ বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হল৷

Pakistan army warns India of any misadventure
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 14, 2017 10:26 am
  • Updated:May 14, 2017 10:26 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কোনও রাখঢাক নয়, ভারতকে এবার প্রকাশ্যেই হুমকি দিল পাকিস্তান৷ পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এক প্রেস বিবৃতি জারি করে ভারতীয় সেনাকে হুমকি দিলেন, ‘বাড়াবাড়ি করলে ফল ভুগতে হবে৷’ এখানেই থেমে না থেকে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জে পি সিংকে সমন পাঠাল ইসলামাবাদ৷ সবমিলিয়ে নিয়ন্ত্রণরেখা’র দুই দিকেই এখন চরম উত্তেজনা৷

পাক সেনাপ্রধানের প্রেস বিবৃতিতে বলা হয়েছে, “সম্প্রতি নিয়ন্ত্রণরেখার দু’দিকেই সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ভারতীয় সেনা৷ ভারতকে সতর্ক করে দিচ্ছি, কোনওরকম বেয়াদপি করলে ফল ভাল হবে না৷ দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে পড়তে হবে ভারতীয় সেনাকে৷ পূর্ণশক্তিতে ভারতকে জবাব দেবে পাকিস্তান৷” পাকিস্তানের অভিযোগ, ভারতীয় সেনার হামলায় তিনজন নিরীহ মানুষ জখম হয়েছেন৷ কোনওরকম প্ররোচনাই ছাড়াই যেভাবে ভারতীয় সেনা এই হামলা চালিয়েছে তা নিন্দনীয়৷ তবে জে পি সিং এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “ভারত হিংসায় বিশ্বাসী নয়৷ কোনওভাবেই ভারতীয় জওয়ানরা আগ বাড়িয়ে পাকিস্তানে হামলা চালায় না৷ তবে পাক সেনা হামলা চালালে তার জবাব দিতে প্রস্তুত৷”

রবিবার জম্মু ও কাশ্মীরের মাঞ্জাকোটে, কেরি ও নৌশেরা সেক্টরে সকাল ৬টা ৪৫ মিনিট ও ৭টা নাগাদ ফের গোলাগুলি ছোড়ে পাক রেঞ্জার্স৷ ওই এলাকা থেকে অন্তত ৯০০ জন মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ ভারতীয়দের লক্ষ্য করে ৮২ ও ১০২ এমএম মর্টার বর্ষণ করছে পাক সেনা৷ তবে এদিন নতুন করে কারও প্রাণহানি হয়নি৷ শনিবার সকাল সাতটা থেকে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনা৷ গুলি ও মর্টার ছাড়াও পাক সেনারা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রও ব্যবহার করেছে৷ পাক সেনার হামলায় এক শিশু-সহ প্রাণ হারিয়েছেন দুই সাধারণ নাগরিক৷ গুরুতর জখম হয়েছেন তিনজন স্থানীয় বাসিন্দা৷ পাক গোলাবর্ষণের পাল্টা জবাব দেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা৷ যদিও তাতে কোনও পাক রেঞ্জার্সের হতাহতের খবর নেই৷ সেনাঘাঁটিতে বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে৷ চলতি মাসে এ নিয়ে তিনবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তে পাক হামলার ঘটনা ঘটল৷ উল্লেখ্য, এ মাসের শুরুতেই পুঞ্চে পাক বর্বরতার ঘটনা ঘটেছে৷

রাজৌরির ডেপুটি কমিশনার শাহিদ ইকবাল চৌধুরি জানিয়েছেন, গতকাল সকাল থেকে বিএসএফের ঘাঁটি তো রয়েছে, পার্শ্ববর্তী গ্রামগুলি লক্ষ্য করেও গোলা-গুলি চালাতে থাকে পাক রেঞ্জার্সরা৷ সেই সময় হঠাত্‍ একটি বাড়িতে গিয়ে পড়ে একটি মর্টার৷ মৃত্যু হয় গৃহকর্তা ও শিশুর৷ গুরুতর জখম হন ওই শিশুর মা৷ এছাড়া পাক গোলায় আরও দু’জন আহত হয়েছেন৷ হামলার ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা৷ বিএসএফের সূত্রে জানানো হয়েছে, বিএসএফের জওয়ানরা যোগ্য জবাব দিয়েছে৷ পাক সেনার নিশানায় রয়েছে জানগড়, ভবানী ও লাম বেল্ট৷ সেই কারণে সেখানকার পার্শ্ববর্তী অঞ্চলের বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ এদিনের হামলার পর গ্রামগুলিতেও সেনাবাহিনীর তরফে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ তবে বাসিন্দাদের অযথা আতঙ্কিত না হওয়ার আবেদন জানানো হয়েছে প্রশাসনের তরফে৷ বৃহস্পতিবারও ভূস্বর্গের নৌশেরা সেক্টরে পাক হামলায় এক মহিলার মৃত্যু হয়৷ নৌশেরা সেক্টরে গোলা-গুলির জেরে নৌশেরা সেক্টর-সহ রাজৌরি জেলার সকল স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ প্রয়োজন ছাড়াও গ্রামবাসীদেরও বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷ নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement