Advertisement
Advertisement

প্রাক্তন সেনা অফিসারকে অপহরণ করছে ভারত, অভিযোগে সরব পাকিস্তান

অভিযোগ, একাত্তর সালে বাংলাদেশকে স্বাধীন ও পাকিস্তানকে টুকরো করার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল ভারতই৷

Pakistan Alleged India over missing ex army officer in Nepal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 14, 2017 4:55 am
  • Updated:October 9, 2019 6:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেনা অফিসার নিখোঁজ হওয়ার ঘটনায় নাম না করে ভারতের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলল পাকিস্তান৷ পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়ার দাবি, অবসরপ্রাপ্ত পাক সেনা অফিসার লেফটেন্যাণ্ট কর্নেল মহম্মদ হাবিব জাহির ভারত-নেপাল সীমান্তের লুম্বিনী শহর থেকে নিখোঁজ হন৷ আসলে তাঁকে ফাঁদ পেতে অপহরণ করেছে প্রতিবেশী দেশের চররা৷ তাঁর ইঙ্গিত, ভারতীয় গুপ্তচর সংস্হা ‘র’-এর চররা পাক সেনা অফিসারকে অপহরণ করেছেন৷ তাঁকে ভারতের অজ্ঞাত জায়গায় আটক করে অত্যাচার চালানো হচ্ছে বলে সন্দেহ৷ ৬ এপ্রিল লুম্বিনীর কাছে সেনাউলিতে তাঁকে শেষ দেখা গিয়েছিল৷ পাক সেনার আর্টিলারি উইং থেকে অবসর নেওয়ার পর একটি বেসরকারি সংস্থার কাজের দায়িত্ব নিয়ে কাঠমান্ডু হয়ে সেনাউলি পৌঁছন জাহির৷ আগাম খবর পেয়ে তাঁকে অপহরণ করে ভারতীয় চররা৷

[মার্কিন সেনাই সর্বশক্তিমান, আফগানিস্তানে ‘মাদার অফ অল বম্বস’ ফেলে হুঙ্কার ট্রাম্পের]

উল্লেখ্য, পাকিস্তান ভারতীয় গুপ্তচর সন্দেহে প্রাক্তন ভারতীয় নৌসেনা অফিসার কুলভূষণ যাদবকে ফাঁসির আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গেই নেপাল থেকে অপহৃত হন পাক সেনা অফিসারটি৷ সন্দেহ, তিনি পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বড় অপারেটর হিসাবে ভারত-নেপাল সীমান্তে সক্রিয় ছিলেন৷ কুলভূষণের ফাঁসির সঙ্গে পাক সেনা অফিসারের অপহরণের যোগ রয়েছে বলে মনে করছেন পাক গোয়েন্দারা৷ এদিনও কাশ্মীরে ভারতীয় সেনার মানবাধিকার লঙ্ঘনের বিরু‌দ্ধে নিন্দায় সরব হন জাকারিয়া৷ তিনি বলেন, একাত্তর সালে বাংলাদেশকে স্বাধীন করার পিছনে ও পাকিস্তানকে টুকরো করার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল ভারতই৷

Advertisement

[পাসপোর্টে মহিলাদের বিয়ের আগের নামই গ্রাহ্য হবে, ঘোষণা মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement