সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের মারে কুপোকাত পাকিস্তান৷ ভারতীয় বায়ুসেনার পালটা মারে ধ্বংস পাক যুদ্ধবিমান এফ-১৬৷ লাম ভ্যালির কাছে পাক জমিতে বিমানটিকে ভেঙে পড়তে দেখা গিয়েছে৷ প্যারাশুটে করে নামতে দেখা গিয়েছে যুদ্ধবিমানের চালককে৷ এমনই জানা গিয়েছে সংবাদ সংস্থা এএনআই সূত্রে৷
[ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান, নিহত পাইলট-সহ ২]
ভারতীয় সীমান্ত লঙ্ঘন করে পাক যুদ্ধবিমান প্রবেশের কথা স্বীকারও করেছেন পাক বিদেশমন্ত্রক৷ তার দাবি, আত্মরক্ষার জন্যই ভারতে প্রবেশ করেছিল পাক বায়ুসেনা৷ সার্জিক্যাল স্ট্রাইকের একদিন পর, বুধবার ভারতের বায়ুসীমা লঙ্ঘনের চেষ্টা করে পাক যুদ্ধবিমান৷ সূত্রের খবর, নওসেরা সেক্টর দিয়ে পাক বায়ুসেনার এফ-১৬ ভারতের আকাশ পথে ঢোকার চেষ্টা করে৷ পালটা জবাব দেয় ভারতীয় বায়ুসেনা৷ ফলে পিছু হঠতে বাধ্য হয় পাক যুদ্ধবিমান৷ সূত্রের খবর, পাক যুদ্ধবিমানকে ভারতীয় সীমা লঙ্ঘন করতে দেখেই তাকে ধাওয়া করে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান৷ প্রত্যুত্তর দেওয়া হয় পাকিস্তানকে৷ ভারতের হানায় হতভম্ব হয়ে যায় এফ-১৬৷ আবারও পাকিস্তানে ফিরে যেতে বাধ্য হয়৷ ইতিমধ্যে হাই অ্যালার্ট জারি হয়েছে লেহ, জম্মু, পাঠানকোট ও শ্রীনগরে৷ বন্ধ করে দেওয়া হয়েছে বিমান বন্দর৷ তা দখল নিয়েছে বায়ুসেনা৷
[এয়ারস্ট্রাইক নিয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এড়াতে সতর্ক বিদেশমন্ত্রক]
মঙ্গলবার ভোররাত ভারতীয় বায়ুসেনার করা সার্জিক্যাল স্ট্রাইকে কার্যত ছন্নছাড়া পাকিস্তান৷ জঙ্গিদের বিরুদ্ধে এই অভিযান হলেও, তাতে ঘুম উড়েছে রাওয়ালপিণ্ডির৷ মঙ্গলবার থেকেই নিয়ন্ত্রণ রেখায় বাড়ছে উত্তেজনা৷ গতকাল রাত থেকেই ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গোলা গুলিবর্ষণ করতে শুরু করেছে পাক রেঞ্জার্সরা৷ পালটা জবাব দিয়েছে ভারতও৷ সীমান্তে তৈরি হয়েছে যুদ্ধের আবহ৷ ইতিমধ্যে নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়েছে৷ বৈঠকে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ, তিন সেনার প্রধান ও ভারতীয় গুপ্তচর সংস্থাগুলির প্রধানরা৷ পাক সীমান্তবর্তী এলাকায় সেনার তিন বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ কাশ্মীরে বাড়তি সেনা ও ট্যাঙ্ক পাঠান হয়েছে৷ পাশাপাশি, নৌসেনাকে আরব সাগর উপকূলে কড়া নজর রাখতে বলা হয়েছে৷
#Pakistanstrikesback #PAF undertook strikes across LoC from Pakistani airspace. Sole purpose of this action was to demonstrate our right, will and capability for self defence. We do not wish to escalate but are fully prepared if forced into that paradigm#PakistanZindabad
— Dr Mohammad Faisal (@ForeignOfficePk) February 27, 2019
Parachute seen as Pakistan Air Force’s F-16 was going down, condition of the pilot is unknown https://t.co/yfcHxDjlXn
— ANI (@ANI) February 27, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.