Advertisement
Advertisement

Breaking News

সাম্বায় যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, যোগ্য জবাব দিচ্ছেন জওয়ানরাও

চলছে তীব্র গুলির লড়াই।

Pak violates ceasefire in Samba Sector, ample retaliation by Indian troops
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 6, 2017 6:36 am
  • Updated:February 6, 2017 6:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে আন্তর্জাতিক নিয়ন্ত্রণরেখা বরাবর ভারী গুলিবর্ষণ চালাচ্ছে পাক রেঞ্জার্সরা৷ সোমবার সকাল ৮.৪৫ থেকে লাগাতার গুলিবর্ষণ করছে পাকিস্তান৷ ভারতীয় জওয়ানরাও পাল্টা জবাব দিচ্ছেন৷ এদিন সকাল থেকে প্রথমে ছোট আগ্নেয়াস্ত্র থেকে ও পরে মর্টার শেল ছুটে আসে পাকিস্তানের দিক থেকে৷ এখনও পর্যন্ত দু’তরফ থেকেই কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি৷

(যুদ্ধকালীন তৎপরতায় ২০,০০০ কোটি টাকার গোলাবারুদ পাচ্ছে সেনা)

গত শনিবারও কাশ্মীরের বারামুল্লা জেলায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিকেশ হয় দুই জঙ্গি৷ নিহতরা পাক মদতপুষ্ট হিজবুল মুজাহিদিন জঙ্গিগোষ্ঠীর সদস্য ছিল৷ রাষ্ট্রীয় রাইফেলস ও পুলিশের একটি যৌথ বাহিনী বারামুল্লার পহলগাঁও এলাকায় একটি জঙ্গি ঘাঁটিতে হানা দিয়ে ওই দুই জঙ্গিকে নিকেশ করে। উদ্ধার হয় একে-৪৭ রাইফেল, পিস্তল-সহ অন্যান্য অস্ত্রশস্ত্র। তারও কয়েক দিন আগে অনন্তনাগ জেলায় সেনাবাহিনীর এনকাউন্টারে মারা যায় তিন লস্কর জঙ্গি। হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই উপত্যকায় লাগাতার হিংসা ছড়াচ্ছে লস্কর, হিজবুল ও জৈশ-এ-মহম্মদের মত পাক মদতপুষ্ট জঙ্গিসংগঠনগুলি।

Advertisement

(শ্রীলঙ্কার বন্দরে চিনা সেনাকে রুখে দেব, মোদিকে আশ্বাস সিরিসেনার)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement